নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও : জনাব আবছার বাস্তবতার চেয়ে আধ্যাত্মিকতায় অধিক মনোযোগী। সুখে-দুঃখে সবসময়ই তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকেন।
জনাব আবছার কোন ধরনের মূল্যবোধসম্পন্ন?
জনাব আবছারের মূল্যবোধের বৈশিষ্ট্য হলো—
i. বিমূর্ত ধারণার অধিকারী
ii. সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে আগ্রহী
iii. প্রকৃতির মাঝে সৌন্দর্য খুঁজে বেড়ায়
নিচের কোনটি সঠিক?
কোন পদ্ধতিতে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়?
মনোবিজ্ঞানী শিক্ষার্থীকে কতগুলো ছবি দিয়ে একটির পর একটি এমনভাবে সাজাতে বললেন যেন একটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। এটি কোন বুদ্ধি অভীক্ষায় করা হয়?
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আন্তঃক্রিয়ার মাত্রা বৃদ্ধি পেলে পারস্পরিক পছন্দের মাত্রাও বেড়ে যায়। এটি আন্তঃব্যক্তিক আকর্ষণের কোন উপাদানের কাজ?
বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল কত প্রকার?
মেদবহুল, গোলগাল ও খাটো ব্যক্তিগণ নিচের কোন শ্রেণির?
"কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার প্রস্তুতিই মনোভাব"-সংজ্ঞাটি কার?
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রিনা ও মিনা দুই বান্ধবী। দুজনেই গবেষণাকর্ম নিয়ে ব্যস্ত। রিনা বর্তমানে সামাজিক সমস্যা নিয়ে কাজ করছে। তার জন্য বিভিন্ন স্থানের লোকজনের কাছ থেকে পূর্ব নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। অপরদিকে মিনা তার গবেষণায় খুবই নিয়ন্ত্রিত পরিবেশে তথ্য সংগ্রহ করছে।
রিনা যে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করছে তা হলো-
মিনা যে পদ্ধতি ব্যবহার করছে তার বৈশিষ্ট্য হলো-
i. পরীক্ষণটি পুনরাবৃত্তি করা যায়
ii. তথ্যের যাচাই-বাছাই করা যায়
iii. চলের নিয়ন্ত্রণ করা যায়
পরীক্ষণে গবেষক প্রাণীর আচরণের উপর কোন চলের প্রভাব দেখতে চান?
Q১ = ৪৭ ও Q৩ = ৬৩ হলে চতুর্থক ব্যবধান কত
আদর্শ বিচ্যুতিকে বর্গ করলে যা পাওয়া যায় তার নাম-
জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভীক্ষা প্রয়োগ করা হয়?
যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান?
সমাজবিজ্ঞানী Edward Spranger মূল্যবোধকে কয় ভাগে ভাগ করেছেন?
থার্সটোন মানকের উক্তিগুলিকে কিভাবে বিন্যস্ত করা হয়?
কোন পরিবারের শিশুরা অধিক সামাজিক হয়?
১৪ বছর বয়সী তারেক তার থেকে বেশি বয়সের কোন প্রশ্ন উত্তর দিতে পারে না। তারেকের মানসিক বয়স কত?
"মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান”—এ কথাটি কে বলেন?
ওয়াটসন
রডিজার
উইলহেম উন্ড
ক্রাইডার