মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কীসের ওপর নির্ভরশীল?
প্রয়োজন কীসের উপাদান?
"প্রেষণা বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে" ভোগেল এর এই সংজ্ঞা কোনটি নির্দেশ করে?
জন্মগতভাবে সৃষ্ট জীবনধারণের জন্য অপরিহার্য, ভারসাম্য সংস্থাপক মানসিক প্রক্রিয়া কোনটি?
খাদ্য গ্রহণের আচরণ, তৃষ্ণা নিবারণ প্রাণীর কোন ধরনের প্রেষণার অন্তর্গত?
মিসেস তাসলিমার বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
উক্ত বিষয়টি যাদের ক্ষেত্রে চক্রাকারে আবর্তিত হয়-
i. জড়বস্তু
ii. মানুষ
iii. প্রাণী
নিচের কোনটি সঠিক?
মুনার মধ্যে প্রেষণা চক্রের কোন স্তরটি পরিলক্ষিত হয়?
উক্ত স্তরটির কার্যকারিতার ফলে মুনা-
i. প্রয়োজন পূরণে সক্রিয় হওয়ে উঠবে
ii. কাম্যবস্তু লাভের জন্য বিভিন্ন আচরণ করবে
iii. কাম্যবস্তু লাভে সফল হবে
সুবল ও ধীবরের তৃষ্ণা কোন ধরনের প্রেষণা?
উক্ত প্রেষণা-
i. শিক্ষা বিবর্জিত হবে
ii. জন্মগত হবে
iii. জীবন ধারণের জন্য অপ্রয়োজনীয় হবে
নিচের কোনটি সঠিক?.
প্রয়োজন মেটাবার জন্য প্রাণী-
i. কর্মমুখর হয়ে ওঠে
ii. গতিশীল হয়ে ওঠে
iii. অস্থিতিশীল হয়ে ওঠে
প্রেষিত আচরণের বৈশিষ্ট্য কোনটি?
কোনটির সাথে রক্তের শর্করার একটা সম্পর্ক রয়েছে?
মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
করণ আচরণ কোনটি?
কোনটি প্রেষিত আচরণ?
কোনটি সংখ্যায় সীমিত?
আচরণ তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত। এটি কার কথা?