প্রেষিত আচরণ কীসের থেকে সৃষ্টি হয়?
প্রেষিত আচরণ সম্বন্দ্বে কোন কথাটি সঠিক?
পাখিকে আকাশে উড়তে দেখে মানুষের সাধ জাগল আকাশে উড়তে। এখানে মানুষের কোন দিকটি প্রকাশ পায়?
ক্রন্দনরত ক্ষুধার্ত শিশুকে শুধু খাবার দিয়েই কান্না থামানো যায়, এটি কোন ধরনের প্রেষণার উদাহরণ?
প্রেষণা হলো-
ⅰ. গতিশীল অবস্থা
ii. সক্রিয় অবস্থা
iii. বিশ্রামহীন অবস্থা
নিচের কোনটি সঠিক?
প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ-
i. হাঁচি দেওয়া
ii. কথা বলা
iii. হাই তোলা
প্রেষিত আচরণ হচ্ছে-
i. নির্বাচনমূলক
ii. ভারসাম্য সংস্থাপক
iii. উদ্দেশ্যবিহীন
প্রেষিত আচরণ হলো-
i. অভাববোধ থেকে সৃষ্ট
ii. গন্তব্যস্থলমুখী
iii. উদ্দেশ্য প্রণোদিত
প্রেষণা আচরণের পূর্বগামী। কেননা-
i. এটি আমাদের আচরণের সূত্রপাত ঘটায়
ii. এটি আচরণকে পরিচালিত করে
iii. এটি আচরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়
কোনটি প্রাণীদেহের ক্ষুধা নিয়ন্ত্রণ করে?
হাইপোথ্যালামাসের কয়টি এলাকা ক্ষুধার সাথে সম্পর্কযুক্ত?
কীসের মাধ্যমে ক্ষুধার তাড়না দূরীভূত হয়?
পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
এস্ট্রোজেন কী?
Water region কোথায় অবস্থিত?
রেনিন নামক এনজাইমের কাজ কী?
ড্রিংকিং সার্কিট কীসের সাথে যুক্ত থাকে?
নিদ্রা কোনটি দূর করে?
কোনটি শরীরের ভারসাম্য সংস্থাপক?
যৌন প্রেষণা কীসের দ্বারা প্রভাবিত হয়?