প্রেষিত আচরণ কীসের থেকে সৃষ্টি হয়?
প্রেষিত আচরণ সম্বন্দ্বে কোন কথাটি সঠিক?
পাখিকে আকাশে উড়তে দেখে মানুষের সাধ জাগল আকাশে উড়তে। এখানে মানুষের কোন দিকটি প্রকাশ পায়?
ক্রন্দনরত ক্ষুধার্ত শিশুকে শুধু খাবার দিয়েই কান্না থামানো যায়, এটি কোন ধরনের প্রেষণার উদাহরণ?
প্রেষণা হলো-
ⅰ. গতিশীল অবস্থা
ii. সক্রিয় অবস্থা
iii. বিশ্রামহীন অবস্থা
নিচের কোনটি সঠিক?
প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ-
i. হাঁচি দেওয়া
ii. কথা বলা
iii. হাই তোলা
অভ্যন্তরীণ কলার পরিবর্তনের ফলে সৃষ্টি হয়-
i. নিদ্রা
ii. ক্ষুধা
iii. তৃষ্ণা
প্রেষিত আচরণ হচ্ছে-
i. নির্বাচনমূলক
ii. ভারসাম্য সংস্থাপক
iii. উদ্দেশ্যবিহীন
প্রেষিত আচরণ হলো-
i. অভাববোধ থেকে সৃষ্ট
ii. গন্তব্যস্থলমুখী
iii. উদ্দেশ্য প্রণোদিত
প্রেষণা আচরণের পূর্বগামী। কেননা-
i. এটি আমাদের আচরণের সূত্রপাত ঘটায়
ii. এটি আচরণকে পরিচালিত করে
iii. এটি আচরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়
কোনটি প্রাণীদেহের ক্ষুধা নিয়ন্ত্রণ করে?
প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ বা সক্রিয় করে তোলে-
i. আকাঙ্ক্ষা
ii. প্রয়োজন
iii. আগ্রহ
প্রেষণা এমন অবস্থা যেখানে উদ্দেশ্য লাভের জন্য-
i. তীব্র আকাঙ্ক্ষার উদয় হয়
ii. তীব্র অনুরাগের উদয় হয়
iii. তীব্র ইচ্ছার উদয় হয়
প্রেষণা আচরণের যেসব বিষয়ের সাথে সম্পর্কযুক্ত-
i. একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আচরণের সূত্রপাত
ii. আচরণের তীব্রতা ও শক্তি
iii. আচরণের নিবৃত্তি
প্রেষণার উপাদান হচ্ছে-
iii. অনুভূতি
প্রেষণার কাজ হলো-
i. প্রাণীকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা
ii. প্রাণীর আচরণ নির্ধারণ করা
iii. প্রাণীকে কর্মশক্তি দান করা
উত্তেজনা উপশম করার জন্য প্রাণী যে আচরণ করে তাকে কী বলে?
প্রাণী তার অস্থিরতা দূর করার জন্য যে আচরণ করে তাকে কী বলে?
প্রয়োজন বা অভাববোধ থেকে কীসের উদ্ভব হয়েছে?
অভাববোধ থেকে প্রাণীর মধ্যে কোন অবস্থার সৃষ্টি হয়?