কুমারী ইঁদুরের শরীরে কোন হরমোন প্রয়োগ করলে সে ছোট ইঁদুরের রক্ষণাবেক্ষণ ও লালনপালন করে?
প্রিয়তা লাইব্রেরিতে বসে বই পড়ছে। সে যখন গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে তখন পাশের একজন আরেকজনের সাথে ফিসফিস করে কথা বলছে। ফলে তার পড়ায় বিঘ্ন ঘটছে। উদ্দীপকের বিষয়বস্তু মনোযোগের কোন বৈশিষ্ট্যের নৈকট্য লাভে সমর্থ?
ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন যা পরিবেশের সাথে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
মাসলোর প্রেষণার বোধগম্য পর্যায়ক্রমিক মতবাদ এর সর্বনিম্ন স্তরে কোনটি রয়েছে?
শারীরিক বৃদ্ধির সাথে শিশুর আচরণের যে পরিবর্তন ঘটে, তা মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষায় কয়টি কার্ড অস্পষ্ট?