কর্টিন হরমোনের ক্ষরণ কম হলে কোন রোগের সৃষ্টি হয়?
কোন হরমোন প্রদাহজনিত প্রতিক্রিয়া অবদমনের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর?
মনোবিজ্ঞানী ক্যানন কোন গ্রন্থিকে 'জরুরি বা আপদকালীন গ্রন্থি' বলে আখ্যায়িত করেছেন?
সায়মার আচরণে পুরুষালিভাব সৃষ্টি হলে বুঝতে হবে তার শরীরে কোন হরমোন অতিরিক্ত ক্ষরিত হয়েছে?
নারীর গলার স্বর মোটা ও গম্ভীর হতে পারে কোন হরমোনের প্রভাবে?
পিটুইটারি গ্রন্থির অংশগুলো হলো-
i. সম্মুখ অংশ
ii. মধ্য অংশ
iii. পশ্চাৎ অংশ
নিচের কোনটি সঠিক?
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো হচ্ছে-
i. মেলাটোনিন
ii. লিউটিনাইজিং
iii. ল্যাকটোজেনিক
ফলিকল উদ্দীপক হরমোন সহায়তা করে-
i. ডিম্বাশয়ের ফলিকল গঠনে
ii. পুরুষ জননকোষের পূর্ণতা লাভে
iii. শরীর ও হাড়ের বৃদ্ধিতে
লিউটিনাইজিং হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. স্ত্রী ডিম্বস্ফুরণে
ii. লিউটিয়াম গঠনে
iii. পুরুষের টেস্টোস্টেরণ ক্ষরণে
এন্টিডিউরেটিক হরমোনের প্রভাবে-
i. পানির অভাব দেখা যায়
ii. শর্করাহীন বহুমূত্র রোগ দেখা দেয়
iii. জরায়ুর সংকোচন-প্রসারণ হয়
পিটুইটারি গ্রন্থি নিজের ক্রিয়া ছাড়াও যে গ্রন্থির ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে-
i. এড্রিনাল
ii. থাইরয়েড
iii. যৌন
পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ হতে নিঃসৃত হরমোন হচ্ছে-
i. এন্টিডিউরেটিক হরমোন
ii. অক্সিটোসিন হরমোন
iii. প্রোলেকটিন হরমোন
যৌন পরিপক্কতা অর্জনের ক্ষেত্রে সম্পর্কিত গ্রন্থি-
i. পিটুইটারি গ্রন্থির ভূমিকা
ii. এড্রিনাল গ্রন্থির ভূমিকা
iii. থাইরয়েড গ্রন্থির ভূমিকা
ব্যক্তির বুদ্ধি ও মেজাজের ওপর প্রভাব বিস্তারকারী গ্রন্থিটির নাম কী?
থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়?
থাইরয়েড গ্রন্থির কয়টি অংশ রয়েছে?
থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক ওজন প্রায় কত?
কোন হরমোন শরীরের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে?
পাইরয়েড গ্রস্পি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে শিশু কোন রোগে আক্রান্ত হয়?
থাইরকসিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?