এড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন-
i. কটিন
ii. কর্টিসোন
iii. কর্টিসোল
নিচের কোনটি সঠিক?
কোন গ্রন্থির প্রভাবে ব্যক্তির মধ্যে যৌন লক্ষণ প্রকাশ পায়?
যৌন গ্রন্থির আরেক নাম কী?
বয়ঃসন্ধিকালে সক্রিয় হয় কোন গ্রন্থি?
পুরুষের যৌন গ্রন্থি হচ্ছে কোনটি?
কোনটি পুরুষ যৌন হরমোন?
নারীদের যৌন গ্রন্থি কোনটি?
অণ্ডকোষ থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
মিক্রোডেমা রোগের লক্ষণ' হলো-
i. ত্বকে খসখসে ভাব
ii. দেহ মোটা ও বর্ণ হলুদ ফ্যাকাসে
iii. মানসিক প্রতিবন্ধীতা
থাইরক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে-
i. শরীরের কোষ বিভাজন
ii. মৌল তাপ উৎপাদন
iii. রক্ত কণিকা উৎপাদন
ক্রেটিনিজম রোগে আক্রান্ত শিশু-
i. খর্বাকৃতি
ii. ক্ষীণদেহী
iii. স্ফীতোেদর
থাইরকসিন হরমোন ভূমিকা পালন করে-
i. মানবদেহের গঠনে
ii. জরায়ুর সংকোচনে
iii. ক্যালসিয়াম বিপাকে
থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় তা হলো-
i. অক্সিটোসিন হরমোন
ii. থাইরকসিন হরমোন
iii. ট্রাই-আয়োডো-থাইরনিন হরমোন
রাগ, ভয় প্রভৃতি আবেগের ক্ষেত্রে কোন গ্রন্থির ক্ষরণ বেড়ে যায়?
যে হরমোনের প্রভাবে মানব শরীরে তীব্র ভাবানুভূতি ও উত্তেজনার সমস্ত লক্ষণ প্রকাশ পায় তার নাম কী?
মানবদেহে কয়টি এড্রিনাল গ্রন্থি রয়েছে?
কোন হরমোন অত্যন্ত উত্তেজক?
এড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়?
প্রতিটি এড্রিনাল গ্রন্থির কতটি অংশ রয়েছে?
এড্রিনাল কর্টেক্স হতে কয় ধরনের হরমোন ক্ষরিত হয়?