কোনটি স্বাভাবিক উত্তেজকের কাজ করে?
কোন হরমোন দেহের বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
এড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত কোন হরমোন শরীরে লবণ ও শর্করা জাতীয় উপাদানকে কাজে লাগায়?
কর্টিন হরমোনের ক্ষরণ কম হলে কোন রোগের সৃষ্টি হয়?
কোন হরমোন প্রদাহজনিত প্রতিক্রিয়া অবদমনের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর?
মনোবিজ্ঞানী ক্যানন কোন গ্রন্থিকে 'জরুরি বা আপদকালীন গ্রন্থি' বলে আখ্যায়িত করেছেন?
সায়মার আচরণে পুরুষালিভাব সৃষ্টি হলে বুঝতে হবে তার শরীরে কোন হরমোন অতিরিক্ত ক্ষরিত হয়েছে?
নারীর গলার স্বর মোটা ও গম্ভীর হতে পারে কোন হরমোনের প্রভাবে?
লিপুর পুরুষ সুলভ আচরণের জন্য দায়ী গ্রন্থি কোনটি?
উদ্দীপকে উল্লিখিত লিপুর আচরণের জন্য দায়ী হরমোন-
i. এসট্রোজেন
ii. এন্ড্রোজেন
iii. টেস্টোস্টেরন
নিচের কোনটি সঠিক?
বর্তমানে কৃত্রিম উপায়ে যে এড্রিনাল হরমোন তৈরি করা হয় তার নাম কী?
আবেগের সময় কোন হরমোন ব্যক্তির দেহে অতিরিক্ত শক্তি যোগায়?
কোন হরমোনটির প্রভাবে শরীরে তীব্র ভাবানুভূতি ও উত্তেজনার সমস্ত লক্ষণ প্রকাশ পায়?
কোন গ্রন্থি ক্ষতিগ্রস্থ হলে ত্বক তাম্রবর্ণ ধারণ করে?
কোন গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তি রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ফেলে?
কোন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে অত্যধিক ভয়, ক্রোধ, উদ্বেগ প্রভৃতি দেখা যায়?
ব্যক্তিকে জরুরী অবস্থা মোকাবিলায় প্রস্তুত করে-
i. এড্রিনাল গ্রন্থি
ii. থাইরয়েড গ্রন্থিস্থ
iii. সমবেদী স্নায়ুতন্ত্র
এড্রিনাল কর্টেক্স হতে ক্ষরিত হরমোনগুলো হচ্ছে-
i. কটিন
ii. কটিসোন
iii. কটিসোল