কোন বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়?
দ্বিপদী বিন্যাস কখন অতি সুঁচাল হয়?
দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত?
ক্লাশে তূর্য একটি নিরপেক্ষ মুদ্রা 20 বার নিক্ষেপ করল। মুদ্রার উপরের পিঠে লেজের সংখ্যা নির্দেশকারী চলক কোনটি?
দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য কয়টি ফলাফল?
দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি?
দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য হল-
i. E(x) > V(x)
ii. E(x) = V(x)
iii. E(x) = np
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে উল্লিখিত চলকটি যে বিন্যাস মেনে চলে তার গণসংখ্যা রেখার আকৃতি কিরূপ?
দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা p ও বিফলতার সম্ভাবনা q পরস্পর সমান হলে কোনটি অসম্ভব?
দ্বিপদী বিন্যাসে চেষ্টার সংখ্যা 20 হলে, (p + q)" এর মান কোনটি?
একটি পাত্রে যতগুলো কমলা আছে তার দ্বিগুণ আপেল আছে। পাত্র হতে ১টি ফল দৈবভাবে নেয়া হলে কমপক্ষে 2টি আপেল পাবার সম্ভাবনা কত?
একজন লোকের ধূমপায়ী হবার সম্ভাবনা 0.4 হলে 5 জন লোকের মধ্যে কমপক্ষে 2 জন ধূমপায়ী হবার সম্ভাবনা কত?
দ্বিপদী বিন্যাস কে উদ্ভাবন করেন?
একটি দ্বিপদী বিন্যাসের গড় 4, ভেদাঙ্ক 3 হলে, n এর মান কত?
দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা p এবং বিফলতার সম্ভাবনা ৭ হলে, কোনটি সঠিক?
n ও p পরামান বিশিষ্ট দ্বিপদী বিন্যাসের গড় কোনটি?
দ্বিপদী পরীক্ষার শর্তগুলি হলো-
i. চেষ্টার সংখ্যা 30 এর চেয়ে কম
ii. প্রতিটি চেষ্টা স্বাধীন
iii. প্রতিটি চেষ্টার সফলতার সম্ভাবনা শূন্যের কাছাকাছি
দ্বিপদী পরীক্ষায় চেষ্টার সংখ্যা হতে পারে-
i. 1
ii. 2 থেকে 25 এর মধ্যে
iii. 2 বা 2 এর অধিক
একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে তা হবে-
i. বার্নোলি চেষ্টা
ii. বার্নোলি ট্রায়াল
iii. একক ট্রায়াল
দ্বিপদী বিন্যাসে-
i. চেষ্টাগুলো পরস্পর স্বাধীন
ii . চেষ্টাগুলো পরস্পর অধীন
iii. চেষ্টাগুলোর 2টি ফলাফল থাকে