একটি পাত্রে যতগুলো কমলা আছে তার দ্বিগুণ আপেল আছে। পাত্র হতে ১টি ফল দৈবভাবে নেয়া হলে কমপক্ষে 2টি আপেল পাবার সম্ভাবনা কত?
ইকবালের বন্ধু মহল নিয়ে ইকবালের মা চিন্তিত। কারণ ইকবাল দ্বাদশ শ্রেণির ছাত্র কিন্তু ইকবাল পড়াশুনা করে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট বন্ধুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ইকবালের মায়ের কোন পদ্ধতি ব্যবহার করা উত্তম?
142, 143, 146, 146, 148 সংখ্যাগুলোর ১ম কেন্দ্রিয় পরিঘাত নিচের কোনটি?
বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, তাকে কী বলে?
কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি কত?
দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কোনো লেজ না পাওয়ার সম্ভাবনা কত?