পথ্য প্রধানত কয়টি কাজ করে?
পথ্য পরিকল্পনার সময় কোনটি জানতে হবে?
রক্তস্বল্পতায় পথ্যে কোন উপাদানটি থাকতে হবে?
তরল পথ্য কোনটি?
নরম পথ্য কোনটি?
রোগীর আরোগ্যলাভের সময় কোন ধরনের পথ্য দিতে হবে?
পিত্তথলিতে পাথর হলে খাদ্যে কোন উপাদানটি নিয়ন্ত্রণ করতে হবে?
উচ্চ রক্তচাপে খাদ্যে কোনটি নিয়ন্ত্রণ করতে হবে?
পথ্যের প্রয়োজন হয়-
i. স্বাভাবিক খাদ্য গ্রহণ ব্যাহত হলে
ii. খাদ্যের শোষণ ব্যাহত হলে
iii. দেহ থেকে খাদ্য উপাদানের অপচয় বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
খাদ্যের শোষণ ব্যাহত হয় -
i. পাকস্থলির রোগে
ii. অস্ত্রোপচারে
iii. ডায়াবেটিসে
রোগীর পথ্য হতে হবে –
i. পুষ্টিকর
ii. সহজপাচ্য
iii. সুস্বাদু
বয়স্কদের পথ্য হবে -
i. সহজপাচ্য
ii. স্বল্প ক্যালরিযুক্ত
iii. উচ্চ ভিটামিনযুক্ত
অল্প আঁশযুক্ত পথ্য
i. নরম ভাত
ii. মাছের ঝোল
iii. পাকা পেঁপে
হৃদরোগের লক্ষণগুলো -
i. বুকে ব্যথা হয়
ii. অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে
iii. রক্তে গ্লুকোজের আধিক্য থাকে
হৃৎপিণ্ড সংকোচনের সময় যে চাপ সৃষ্টি হয় তাকে কী বলে?
প্রাপ্ত বয়স্ক সুস্থ ব্যক্তির রক্তচাপ কত?
উচ্চ রক্তচাপের রোগীর কিডনী সম্পূর্ণ সুস্থ থাকলে পথ্যে কোন উপাদানটি কমানোর প্রয়োজন নেই?
উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপযোগী স্নেহ কোনটি?
কোন রোগ হলে খাদ্যে লবণ কম খেতে হয়?
শাহানা আক্তার উচ্চ রক্তচাপে আক্রান্ত। তিনি কোন ধরনের খাদ্য বর্জন করবেন?