ডায়াবেটিস রোগীর খাদ্যে কোন উপাদানটি বেশি থাকা উচিত?
ডায়াবেটিস রোগীদের -
i. চর্মরোগ দেখা দেয়
ii. ক্ষত সহজে শুকায় না
iii. হাত পায়ে ব্যথা থাকে
নিচের কোনটি সঠিক?
কোষ্ঠকাঠিন্য হলে -
i. খাওয়ায় অরুচি হয়
ii. পেট ব্যথা হয়
iii. জিহ্বায় আস্তরণ পড়ে
আলসারে আক্রান্ত রোগীর ব্যথা কমে গেলে দিতে হবে-
i. নরম আলু সিদ্ধ
ii. নরম সবজি
iii. চর্বিযুক্ত মাছ
হৃদরোগী যে সকল খাদ্য গ্রহণ করবে -
i. আইসক্রিম, পায়েস, পরোটা, কলিজা, কেক, হালুয়া
ii. শাকসবজি, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে
iii. ছানা, টক দই, ভাত, রুটি
ডায়াবেটিস হলে-
i. ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়
ii. ইনসুলিনের পরিমাণ কমে যায়
iii. শর্করা থেকে শক্তি উৎপাদন ব্যাহত হয়
হৃদরোগের লক্ষণগুলো হচ্ছে-
i. বুক জ্বালা, বমি বমি ভাব
ii. উচ্চ রক্তচাপ
iii. ডায়াবেটিস
“যে রোগী খাবার খেতে পারে, তার রোগ নিরাময় দ্রুততর হয়।” উক্তিটি কার?
কী কারণে পথ্যের প্রয়োজন?
রোগীর খাদ্য পরিবেশনে বিবেচ্য বিষয় কোনটি?
রোগ হলে সাধারণত কী হয়?
i. পরিপাক ক্ষমতা হ্রাস পায়
ii. পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়
iii. খাদ্য উপাদানের চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে
উচ্চ রক্তচাপে যে খাদ্য উপাদানটি নিয়ন্ত্রণ প্রয়োজন-
i. সোডিয়াম
ii. প্রোটিন
iii. স্নেহ
যে খাবার রোগীর চাহিদা ও রোগের লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ ও পরিমিত এবং যা ঐ রোগ উপশম করে তাকে কী বলে?
বিজ্ঞানসম্মত উপায়ে পথ্যের সাহায্যে চিকিৎসা করাকে কী বলে?
“যে রোগী খাবার খেতে পারে তার রোগ নিরাময় দ্রুততর হয়"- উক্তিটি কে করেছেন?
পথ্যকে কী বলা হয়?
রোগ হলে সাধারণত কোনটি হ্রাস পায়?
জ্বর বেশি হলে কোনটি বৃদ্ধি পায়?
ওজন বেড়ে গেলে কীসের চাহিদা কমে যায়?
কোন রোগে খাদ্যে প্রোটিনের পরিমাণ বাড়াতে হয়?