আমাশয় কত প্রকার হয়ে থাকে?
অ্যামিবিক আমাশয়ের অন্য নাম কী?
ব্যাসিলারি আমাশয়কে কী বলা হয়?
অ্যান্টামিবা হিস্টোলাইটিকা প্যারাসাইট কোন রোগের জীবাণু?
সিগেলা ব্যাসিলাস প্যারাসাইট কোন রোগের জীবাণু?
আমাশয় রোগের কারণ কোনটি?
আমাশয় রোগীর লক্ষণ কোনটি?
পায়খানার সাথে মিউকাস বেশি থাকে কোন আমাশয়ে?
অ্যামিবিক আমাশয়ে দিনে কত বার পায়খানা হতে পারে?
আমাশয়ে আক্রান্ত শিশুর দুধ অম্লযুক্ত করার জন্য উপযুক্ত
i. ল্যাকটিক এসিড
ii. ভিনেগার
iii. ফ্যাটি এসিড
নিচের কোনটি সঠিক?
আমাশয়ের রোগীর জন্য পথ্য
i. চিড়া/দই
ii. ডাবের পানি
iii. চা ও কফি
আমাশয়ে আক্রান্ত শিশুর এমনভাবে পথ্য পরিকল্পনা করতে হবে যেন
i. প্রোটিন বেশি পরিমাণে থাকে
ii. স্নেহ কম থাকে
iii. শর্করা পরিমিত পরিমাণে থাকে
নিয়মিত ও স্বাভাবিকভাবে মল নিষ্কাশন হয় না কোন রোগে?
সাধারণত খাদ্য গ্রহণের কত ঘণ্টার মধ্যে খাদ্য পরিপাক ও বিশোষণ হয়?
সাধারণত সপ্তাহে কত বারের কম মল নিষ্কাশন হলে কোষ্ঠকাঠিন্য বলা হয়?
কোষ্ঠকাঠিন্য হলে কী পরিমাণ বেশি শাকসবজি খাদ্যতালিকায় রাখতে হবে?
অন্ত্রের দেয়ালের পেশীর সংকোচন ক্ষমতা কমে যাওয়ার ফলে মলের চলাচল ব্যাহত হলে কোন রোগ হয়?
কিডনি রোগে কোনটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন?
হৃৎপিণ্ড প্রসারের সময় যে চাপ সৃষ্টি হয় তাকে কী বলে?
ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যে কীসের পরিমাণ কমাতে হবে?