শিশুদের মধ্যে উচ্চতার তারতম্যের চাইতে ওজনের তারতম্য বেশি হয় কারণ -i. শারীরিক গঠনii. খাদ্যাভ্যাসiii. খাদ্যের গুণনিচের কোনটি সঠিক?
লঘু মস্তিষ্কের সাহায্যে শিশুরা - i. ভাষার বিকাশ করতে পারেii. শরীরের ভারসাম্য রক্ষা করতে পারেiii. শরীরের নিয়ন্ত্রণ করতে পারেনিচের কোনটি সঠিক?
৩-৪ বছর বয়সে মেয়েদের উচ্চতা কত সে.মি. হওয়া উচিত?
পেশিকলা বেশি হলে শিশুরা কী ধরনের হয়?
৬ বছর বয়সের শিশুদের হৃদপেশীর গতি কী ধরনের হয়?
কোন মনোভাবের জন্য প্রারম্ভিক শৈশবের শিশুরা বেশি সময় ধরে এক সাথে খেলতে পারে না?
শিশুর মধ্যে নেতৃত্বদানের গুণাবলির আভাস পাওয়া যায় কোন সময়ে?
কত বছর বয়সে শিশুর মাঝে ঈর্ষার মনোভাব গড়ে ওঠে?
প্রাথমিক শৈশবের শিশুরা ঝগড়া-বিবাদে লিপ্ত হয় কেন?
শামীমার বয়স দুই বছর। সে শতকরা কত ভাগ লম্বা হয়েছে?
কত বছর বয়সে শিশুর স্থায়ী দাঁত ওঠে?
প্রাথমিক শৈশবকালকে কে প্রাক কার্যকর স্তর বলে আখ্যায়িত করেছেন?
৩/৪ বছরের শিশুর ইন্দ্রিয়বোধ প্রখর হয়- উক্তিটি কার?
৩/৪ বছরের শিশুর শব্দভাণ্ডার কত হতে পারে?
গ্রোথ চার্টে স্বাভাবিক ওজনের ধারার নিচের রেখা হলে তা কী নির্দেশ করে?
ভালো স্বাস্থ্যের লক্ষণ হিসেবে ধরা হয় -i. ওজনii. উচ্চতাiii. গায়ের রংনিচের কোনটি সঠিক?
প্রারম্ভিক শৈশবে শিশুর মধ্যে যেসব মানসিক বিকাশ পরিলক্ষিত হয় সেগুলো হলো- i. কল্পনাশক্তি বৃদ্ধি পায়ii. ন্যায়-অন্যায় বোধ সৃষ্টি হয়iii. কৌতূহল বৃদ্ধি পায়নিচের কোনটি সঠিক?
প্রারম্ভিক শৈশবে আত্মকেন্দ্রিক স্বভাবের জন্য শিশুদের মধ্যে যেসব নেতিবাচক আচরণ দেখা যায় -i. কেড়ে নেওয়াii. অসহযোগিতা করাiii. মারামারি করানিচের কোনটি সঠিক?
শিশুর আবেগজনিত সমস্যার সৃষ্টি করে- i. অস্বাস্থ্যকর পরিবেশii. অবহেলাiii. পারিবারিক সংকটনিচের কোনটি সঠিক?
বাবা-মায়ের মতবিরোধের কারণে অর্পিতা সারাদিন ভয়ভীতির মধ্যে থাকে। ফলে সে যে ধরনের আচরণ করে - i. পরনির্ভরশীল হয়ii. আত্মকেন্দ্রিক হয়iii. খেলার সাথীদের অসহযোগিতা করেনিচের কোনটি সঠিক?