মুখবিবরের অংশগুলো হলো-
i. ওষ্ঠ
ii. জিহ্বা
iii. দন্ত
নিচের কোনটি সঠিক?
খাদ্য পরিপাকের উপযোগী হয়-
i. চর্বনের মাধ্যমে
ii. গলধঃকরণের মাধ্যমে
iii. জীবাণুমুক্তকরণের মাধ্যমে
পাকস্থলির অংশগুলো হলো-
i. ফাণ্ডাস
ii. বডি
iii. পাইলোরাস
পাচক রসে যেসব এনজাইম থাকে সেগুলো হলো-
i. পেপসিনোজেন
ii. ট্রিপসিন
iii. লাইপেজ
বৃহদন্ত্রের অংশগুলো হলো-
i. সিকাম
ii. কোলন
iii. মলাশয়
লালাগ্রন্থিগুলো হলো-
i. সাবম্যান্ডিবুলার
ii. সাবলিঙ্গুয়াল
iii. প্যারোটিড
অগ্ন্যাশয়ের অংশগুলো হলো-
i. এক্সোক্রেইন
ii. এন্ডোক্রেইন
iii. ইমোক্রেইন
অগ্ন্যাশয়ের রস -
i. বর্ণহীন
ii. এসিডযুক্ত
iii. পরিষ্কার জলীয় দ্রবণ
অগ্ন্যাশয়ের এক্সোক্রেইন অংশ থেকে জারক রস নির্গত হয় -
i. ট্রিপসিন
ii. অ্যামাইলোপসিন
অগ্ন্যাশয়ের এন্ডোক্রেইন অংশ নিঃসরণ করে -
i. থাইরশ্রিন
ii. ইনসুলিন
iii. মুকাগন
যকৃত সঞ্চিত রাখে-
i. ভিটামিন 'এ'
ii. ভিটামিন 'ডি'
iii. ভিটামিন 'সি'
খাদ্য মুখগহ্বর থেকে মলদ্বার পর্যন্ত আসার জন্য কত ঘণ্টা প্রয়োজন?
কত বছর বয়সে শিশুর মাঝে ঈর্ষার মনোভাব গড়ে ওঠে?
প্রাথমিক শৈশবের শিশুদের বার্ষিক উচ্চতা বৃদ্ধির গড় হার কত ইঞ্চি?
শামীমার বয়স দুই বছর। সে শতকরা কত ভাগ লম্বা হয়েছে?
কত বছর বয়সে শিশুর স্থায়ী দাঁত ওঠে?
প্রাথমিক শৈশবকালকে কে প্রাক কার্যকর স্তর বলে আখ্যায়িত করেছেন?
৩/৪ বছরের শিশুর ইন্দ্রিয়বোধ প্রখর হয়- উক্তিটি কার?
৩/৪ বছরের শিশুর শব্দভাণ্ডার কত হতে পারে?
গ্রোথ চার্টে স্বাভাবিক ওজনের ধারার নিচের রেখা হলে তা কী নির্দেশ করে?