আক্রান্ত অঙ্গ বিবেচনা করে শারীরিক প্রতিবন্ধিতা কত প্রকার?
মুখের ভিতরের উপরের তালুর হাড় ও মাংসপেশি সঠিকভাবে গঠিত হয় না কোন ক্ষেত্রে?
ঠোঁট সঠিকভাবে গঠিত না হয়ে ফাঁকা অবস্থা সৃষ্টি হয় কোন ক্ষেত্রে?
শিশুর শরীরের অস্থি অতিমাত্রায় ভঙ্গুর হয় কোন রোগের ক্ষেত্রে?
শারীরিক প্রতিবন্ধীরা অক্ষম থাকে- i. ড়াব বিনিময় দক্ষতায়ii. চলাফেরায় iii. শারীরিক কর্মকাণ্ডেনিচের কোনটি সঠিক?
যকৃত থেকে পিত্তরস নির্গত হয়ে কোথায় জমা হয়?
পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে কোথায় আসে?
পেটের উপরিভাগে পাকস্থলির পেছনে আড়াআড়িভাবে কোনটি অবস্থিত?
অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য কত সে.মি.?
অগ্ন্যাশয়ে কয়টি অংশ রয়েছে?
ট্রিপসিন কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়?
অ্যামাইলোপসিন কোন ধরনের খাদ্যের পরিপাক ঘটায়?
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
পিত্তলবণ কোনটিকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে?
কোনটি শরীরের জৈব রসায়নাগার?
যকৃত অতিরিক্ত গ্লুকোজকে কী হিসেবে জমা রাখে?
কোনটি কোলেস্টেরল উৎপাদন করে?
পিত্তলবণ চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এ প্রক্রিয়াকে কী বলে?
পরিপাকক্রিয়ার মাধ্যমে ফ্যাট ভেঙে পরিণত হয়-
i. গ্লিসারলে
ii. ফ্যাটি এসিডে
iii. গ্লুকোজে
নিচের কোনটি সঠিক?