জন্মের সময় শিশুর মস্তিষ্কের ওজন মোট ওজনের কত ভাগ হয়?
জন্মের প্রথম বছর পর শিশুর লঘু মস্তিষ্কের ওজন কত গুণ বৃদ্ধি পায়?
কোন বয়সে শিশু সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায়?
একপাশ থেকে অন্যপাশে শিশু দৃষ্টি ঘোরাতে পারে কত মাস বয়সে?
মায়ের গলার শব্দে শিশু আনন্দ লাভ করে কোন বয়স থেকে?
৪র্থ মাসে শিশুর মধ্যে কোন মানসিক বিকাশটি লক্ষ করা যায়?
কোন বয়সের শিশুর দিকে তাকিয়ে কথা বললে মৃদু হাসে এবং আদর স্নেহ বুঝতে পারে?
৯/১০ মাস বয়সে শিশুর মধ্যে কী ধরনের ভাষার বিকাশ দেখা যায়?
প্রাক শৈশবে শিশুর অঙ্গপ্রত্যঙ্কোর গঠন ও আকৃতির পরিবর্তনের ফলে তাদের দৈহিক গঠন হয় -i. ছিপছিপে গড়নii. নাদুস নুদুস গড়নiii. বলিষ্ঠ গড়ননিচের কোনটি সঠিক?
প্রাক শৈশবকালে সঞ্চালনমূলক বিকাশে লক্ষ করা যায়- i. শিশু ৬ মাস বয়সে নিজে বসতে পারেii. ৮/৯ মাস বয়সে সাহায্য নিয়ে দাঁড়াতে পারেiii. ১৪/১৫ মাস বয়সে একাকী হাঁটতে পারেনিচের কোনটি সঠিক?
অঙ্গসঞ্চালনমূলক বিকাশের ফলে শিশু ২ বছর বয়সের মধ্যে যেসব দক্ষতা অর্জন করতে পারে-.ⅰ. চামচ দিয়ে খেতে পারেii. পা দিয়ে বলে লাথি দেয়iii. মলমূত্র নিয়ন্ত্রণ করতে পারেনিচের কোনটি সঠিক?
বংশগতির বাহক কোনটি?
ক্রোমোজোমের গঠনমূলক একক কী?
জিন কত ধরনের?
যে বৈশিষ্ট্যগুলো জীবের মধ্যে প্রকাশ পায় সেগুলোকে কী বলে?
যে বৈশিষ্ট্যগুলো জীবের মধ্যে সুপ্ত থাকে তাকে কী বলে?
ট্রিপল অর মোর সিনড্রোম এর ক্ষেত্রে
i. ক্রোমোজোম xxx হলে এরা বেশি লম্বা হয়ii. ক্রোমোজোম xxxx হলে এরা বৃদ্ধি প্রতিবন্ধী হয়iii. ক্রোমোজোম xooxxxx হলে বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধি প্রতিবন্ধী হয়নিচের কোনটি সঠিক?
হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে i. পুরুষের সেক্স ক্রোমোজোমকে দায়ী করা হয়ii. কোনো Clotting factor থাকে নাiii. শরীরে রক্ত জমাটকরণ প্রক্রিয়া ব্যাহত হয়নিচের কোনটি সঠিক?
ফিনাইলকিটোনিউরিয়া রোগে শিশুর i. মানসিক বর্ধন ধীরে হয়ii. মাথার পরিধি কম হয়iii. হাত-পায়ের অস্বাভাবিক চলন প্রকাশ পায়
নিচের কোনটি সঠিক?
ফিনাইল অ্যালানিন নামক অ্যামাইনো এসিড কোন খাদ্য উপাদানে থাকে ?