কোন ত্রুটির কারণে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইমের অভাব ঘটে?
গ্লুকোজ-৬-ফসফেট ডি হাইড্রোজিনেজ এনজাইমের অভাবে কী ঘটে?
কোন এনজাইমের অভাবে গ্যালাকটোজ বিপাকিত হতে পারে না?
ক্রেটিনিজম কোন হরমোনের অভাবে হয়?
মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে কোন রোগে?
কোন রোগে রক্তের লোহিত কণিকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং রক্তস্বল্পতা দেখা দেয়?
হিমোফিলিয়া রোগটি কাদের মধ্যে দেখা যায়?
অতিরিক্ত পরিমাণে সঞ্চিত ফিনাইল অ্যালানিন শিশুর মস্তিষ্ক কোষকে প্রভাবিত করলে-i. শিশু গভীর মানসিক প্রতিবন্ধী হয়ii. ত্বক, চুল ও চোখে মেলানিন রঞ্জক যথেষ্ট কম থাকেiii. দেহে রক্ত জমাট বাঁধতে সময় লাগেনিচের কোনটি সঠিক?
গ্লুকোজ-৬-ফসফেট ডি হাইড্রোজিনেজের অভাবজনিত অবস্থায়-i. লোহিত রক্ত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়।ii. বিলিরুবিনের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায়iii. মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়নিচের কোনটি সঠিক?
গর্ভাবস্থায় আয়োডিনের অভাব হলে শিশুর i. খাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা কমে যায়ii. যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় নাiii. বামনত্ব থাকেনিচের কোনটি সঠিক?
হিমোফিলিয়া রোগে i. রক্তক্ষরণ সহজে বন্ধ হয় নাii. লোহিত কণিকা হ্রাস পায়iii. আঘাত পেলে চামড়ার নিচে রক্তপাত হতে থাকেনিচের কোনটি সঠিক?
বংশের ধারা বা বৈশিষ্ট্য কত ধরনের হয়?
মানুষের দেহের কতজোড়া ক্রোমোজোম অটোজোম বা দৈহিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক?
ডাউন্স সিনড্রোম হলে কত নং ক্রোমোজোমের জোড়ায় ১টি ক্রোমোজোম বেশি থাকে?
ডাউন্স সিনড্রোম হলে মোট ক্রোমোজোমের সংখ্যা কতটি হয়?
ডাউন্স সিনড্রোম শিশুদের গড় বুদ্ধাংক কত হয়?
কতভাগ ডাউন্স সিনড্রোম শিশু পড়াশোনা করতে পারে?
মা কত বছর বয়সে প্রথম সন্তান ধারণ করলে ডাউন্স সিনড্রোম হবার আশংকা থাকে ?
১৮ নং ক্রোমোজোমের সংখ্যা ২-এর স্থানে ৩ হলে শিশুর কোন অস্বাভাবিকতা দেখা দেয়?
এডওয়ার্ডস সিনড্রোম আক্রান্ত শিশুদের কী ধরনের সমস্যা থাকে?