নবজাতক নড়াচড়া করলে মুখমণ্ডল রক্তাক্ত হয় কোন উপাদান বেশি থাকার কারণে?
মাতৃগর্ভে শিশু কত তাপমাত্রায় থাকে?
একজন নবজাতক সাধারণত কত ঘণ্টার জন্য জাগ্রত হয়?
একজন ডাক্তার সদ্যজাত শিশুর ফুসফুসের কার্যক্ষমতা ও সুস্থতার ব্যাপারে নিশ্চিত হন কীভাবে?
দোলায়মান বস্তুর উপরে দৃষ্টিপাত করার ক্ষমতা শিশু কখন অর্জন করে?
সাধারণত কোন ধরনের স্বাদ নবজাতককে তৃপ্তি দেয়?
গর্ভাবস্থার শেষ পর্যায়ে যেসব ভ্রূণ কম সক্রিয় থাকে জন্মের সময় সেসব শিশুর ওজন কী হয়?
চিকিৎসক সদ্যোজাত শিশুর প্রতিবর্তী ক্রিয়া নিয়মিত পরীক্ষা করেন- i. বিকাশের মাত্রা নির্ণয়ের জন্যii. দৈহিক গড়ন বোঝার জন্যiii. নবজাতকের বিশেষ যত্নের প্রয়োজন আছে কি না তা জানার জন্য নিচের কোনটি সঠিক?
নবজাতকের আদি প্রতিবর্তী ক্রিয়া হলো - i. দেহের অভ্যন্তরীণ ক্রিয়াii. জন্মগ্রহণের পরপরই দেখা যায়iii. দৈহিক নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জিত হবার পর বিলুপ্ত হয়ে যায়নিচের কোনটি সঠিক?
চোখের পাতা খোলা ও বন্ধ করার স্থায়ী ক্ষমতা নিয়ে নবজাতক ভূমিষ্ঠ হয় - i. আলো থেকে চোখকে রক্ষা করার জন্যii. ধুলাবালি থেকে চোখকে রক্ষা করার জন্যiii. দৃষ্টি শক্তি ভালো থাকার জন্যনিচের কোনটি সঠিক?
নবজাতকের ত্বক সংবেদনশীল, তা বোঝা যাবে - i. গালে স্পর্শ করা মাত্র মাথা ঘুরাবেii. ঠোঁট স্পর্শ করা মাত্র হাঁ করবেiii. পায়ের পাতা স্পর্শ করলে পা সরিয়ে নেয় নিচের কোনটি সঠিক?
শিশুর আদি প্রতিবর্তী ক্রিয়া হলো- i. পায়ের আঙুল সম্প্রসারণ এবং হাত-পা ছোড়াii... আলিঙ্গনরূপী প্রতিবর্তী ক্রিয়া এবং পদচারণা প্রতিবর্তী ক্রিয়াiii. হাতে বস্তু ধরা এবং হাসিনিচের কোনটি সঠিক?
সালেহা তার নবজাতক সন্তানের মধ্যে আলিঙ্গনরূপী প্রতিবর্তী ক্রিয়া প্রত্যক্ষ করে। এ সম্পর্কে বলা যায়- ⅰ. হঠাৎ চমকে উঠলে পা উপরে ও হাত বুকে টেনে নেয়ii. অনেক সময় কেঁদে ওঠেiii. এ প্রতিক্রিয়াগুলো ২ বছর পর্যন্ত স্থায়ী হয় নিচের কোনটি সঠিক?
ইসরাত তার সন্তান জন্মের প্রথম সপ্তাহ পরে লক্ষ করেন সন্তানের ওজন কমে যাচ্ছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বলেন -i. জন্মের সময় সুস্থ নবজাতকের ওজন ২.৫ থেকে ৩.৫ কেজি হয়ii. প্রথম দুই সপ্তাহে তাদের ওজন হ্রাস পায়iii. দুই মাস পর থেকে ওজন বাড়তে থাকে নিচের কোনটি সঠিক?
একজন নবজাতকের দৈহিক গঠনের ক্ষেত্রে সঠিক হলো- i. মাথা দেহের এক চতুর্থাংশ হয়ii. পেট স্ফীত থাকেiii. দেহের রং ফর্সা হয়নিচের কোনটি সঠিক?
সদ্যজাত শিশুর দেহের অভ্যন্তরীণ গঠন বোঝা যায় - i. তুলনামূলকভাবে মাথা ছোট হবেii. ৮-১০ ঘণ্টার মধ্যে মূত্রত্যাগ করবেiii. ২৪ ঘণ্টার মধ্যে মলত্যাগ করবেনিচের কোনটি সঠিক?
নবজাতক ছেলে ও মেয়েদের ওজন ও উচ্চতার ক্ষেত্রে - i. ছেলেদের ওজন মেয়েদের তুলনায় বেশিii. ছেলেদের উচ্চতা মেয়েদের তুলনায় বেশিiii. ছেলেদের ওজন ও উচ্চতা মেয়েদের সমান নিচের কোনটি সঠিক?
সদ্যজাত শিশুর অস্থির বৈশিষ্ট্য হলো- i. কোমলাস্থি দ্বারা গঠিতii. অস্থি সহজেই বেঁকে বা ভেঙ্গে যেতে পারেiii. মাথার অস্থি শক্ত থাকেনিচের কোনটি সঠিক?
অতি শৈশবকালের বয়সসীমা কত?
কার মতে, শিশুর মৌলিক বিশ্বাস বা অবিশ্বাস নির্ভর করে শিশু কতটা যত্ন পায় তার ওপর?