নাভিরজ্জু i. মায়ের শরীর থেকে সন্তানের দেহে পুষ্টি পৌঁছায়ii. রক্ত চলাচলে সহায়তা করেiii. সন্তানের দেহ থেকে বর্জ্য বের করে দেয়
নিচের কোনটি সঠিক?
মানব ভ্রূণ আবৃত থাকে i. অ্যামনিওন ঝিল্লি দ্বারাii. কোরিওন ঝিল্লি দ্বারা iii. অ্যালানটয়েস ঝিল্লি দ্বারা
অ্যামনিওটিক ফ্লুইড -
i. ভ্রূণকে শুষ্কতা থেকে রক্ষা করেii. ভূণকে বাইরের আঘাত থেকে রক্ষা করেiii. তাপমাত্রার সমতা রক্ষা করেনিচের কোনটি সঠিক?
কোরিওন ঝিল্লী- i. শ্বসনে ও পুষ্টি সরবরাহে সাহায্য করেii. প্লাসেন্টা গ্রহণে সহায়তা করেiii. তাপমাত্রার সমতা রক্ষা করে
গর্ভাবস্থায় পারিপার্শ্বিক প্রভাবের দরুণ সন্তানের মধ্যে যে অস্বাভাবিকতা দেখা দেয় তাকে কী বলে?
গর্ভাবস্থায় পারিপার্শ্বিক প্রভাবকে কত ভাগে ভাগ করা যায়?
ভিটামিনের অভাবে গর্ভস্থ শিশুর কী সমস্যা হয়?
স্বাভাবিক রক্তচাপ কত মি.মি. মারকারি?
কোনটির মাধ্যমে ভাইরাস ভ্রূণকে সংক্রমিত করে?
গর্ভাবস্থায় অ্যাসপিরিন জাতীয় ঔষধ মাত্রাতিরিক্ত গ্রহণ করলে ভূণের কোন সমস্যা হয়?
গর্ভবতী মা ধুমপান করলে ভ্রূণের কোনটির অভাব ঘটে?
গর্ভধারণের উপযুক্ত বয়স কত বছর?
৩৫ বছরের পর প্রথম মা হলে ক্রোমোজোমজনিত ত্রুটি হবার আশংকা কত বৃদ্ধি পায়?
শব্দ দূষণের ফলে গর্ভস্থ সন্তানের কী সমস্যা হতে পারে?
মায়ের মানসিক প্রভাবকে কত ভাগে ভাগ করা যায়?
গর্ভধারণের ৩ মাস পর থেকে মাকে অতিরিক্ত কত ক্যালরি খাবার দিতে হবে?
গর্ভধারণের কতদিনের মধ্যে ভূণের মস্তিস্কের সর্বোচ্চ বৃদ্ধি লাভ ঘটে ?
প্রোটিন ও ক্যালরির অভাবে মস্তিষ্কের শতকরা কতভাগ কোষ হ্রাস পেতে পারে?
গর্ভবতী হবার তিন/চার মাসের মধ্যে মা কোন রোগে আক্রান্ত হলে শিশুর চোখ, কান, হৃৎপিণ্ড বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে?
মানুষের আবেগের সাথে তার কোন গ্রন্থির যোগসূত্র আছে?