প্রাক শৈশবকালে শিশুর মধ্যে কর্মচাঞ্চল্য বেশি দেখা যায় কেন?
কোন বয়সে শিশু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে চায় এবং তার কাজের স্বীকৃতি ও অনুমোদন দাবী করে?
সাধারণত শিশু যে ওজন নিয়ে জন্মায় প্রথম সপ্তাহে তার শতকরা কত ভাগ হ্রাস পায়?
নিশাতের বর্তমান ওজন ২২ পাউন্ড এবং তার বয়স ২ মখর। জন্মের সময় তার ওজন কত পাউন্ড ছিল?
NCIS-এর মাপ অনুযায়ী ২ বছর বয়সে মেয়েদের ওজন কত কি.গ্রা. হয়?
সাধারণত ১ম বছর থেকে ২য় বছরে মেয়ে শিশুর উচ্চতা কত সে.মি. বাড়তে দেখা যায়?
শিশুর মাথার খুলির নরম অংশ ১৮ মাস বয়সে কত ভাগ শক্ত হয়?
এক বছরের মাইশার ৫টি দাঁত। কত বছর বয়সে তার ১৬টি দাঁত হবে?
জন্মের সময় শিশুর মস্তিষ্কের ওজন মোট ওজনের কত ভাগ হয়?
কোন বয়সে শিশু সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায়?
একপাশ থেকে অন্যপাশে শিশু দৃষ্টি ঘোরাতে পারে কত মাস বয়সে?
মায়ের গলার শব্দে শিশু আনন্দ লাভ করে কোন বয়স থেকে?
৪র্থ মাসে শিশুর মধ্যে কোন মানসিক বিকাশটি লক্ষ করা যায়?
কোন বয়সের শিশুর দিকে তাকিয়ে কথা বললে মৃদু হাসে এবং আদর স্নেহ বুঝতে পারে?
৯/১০ মাস বয়সে শিশুর মধ্যে কী ধরনের ভাষার বিকাশ দেখা যায়?
প্রাক শৈশবে শিশুর অঙ্গপ্রত্যঙ্কোর গঠন ও আকৃতির পরিবর্তনের ফলে তাদের দৈহিক গঠন হয় -i. ছিপছিপে গড়নii. নাদুস নুদুস গড়নiii. বলিষ্ঠ গড়ননিচের কোনটি সঠিক?
প্রাক শৈশবকালে সঞ্চালনমূলক বিকাশে লক্ষ করা যায়- i. শিশু ৬ মাস বয়সে নিজে বসতে পারেii. ৮/৯ মাস বয়সে সাহায্য নিয়ে দাঁড়াতে পারেiii. ১৪/১৫ মাস বয়সে একাকী হাঁটতে পারেনিচের কোনটি সঠিক?
অঙ্গসঞ্চালনমূলক বিকাশের ফলে শিশু ২ বছর বয়সের মধ্যে যেসব দক্ষতা অর্জন করতে পারে-.ⅰ. চামচ দিয়ে খেতে পারেii. পা দিয়ে বলে লাথি দেয়iii. মলমূত্র নিয়ন্ত্রণ করতে পারেনিচের কোনটি সঠিক?
কখন শিশু নিজেকে নিয়ে অসন্তুষ্ট থাকে এবং হীনম্মন্যতায় ভোগে?
আয়ান স্কুলগামী শিশু। তার যে ধরনের দৈহিক পরিবর্তনগুলো হতে পারে -i. আকারের ও অনুপাতের পরিবর্তনii. পুরোনো অবয়ব বিলুপ্তিiii. চিন্তাধারার পরিবর্তননিচের কোনটি সঠিক?