অংকুরিতকালের সময়সীমা কত সপ্তাহ?
ভুণকাল কত দিন স্থায়ী হয়?
জাইগোট সৃষ্টির দুই মাস পর থেকে জন্মমুহূর্ত পর্যন্ত সময়কে কী বলে?
জাইগোট সৃষ্টির পর কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে জাইগোটটি কোথায় অবস্থান করে?
জাইগোটের কোষ বিভাজন প্রথমে কোন প্রক্রিয়ায় হয়?
ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের কত ঘণ্টা পর কোষ বিভাজন শুরু হয়?
জাইগোট মরুলায় পরিণত হয় কীভাবে?
জাইগোট কোষ বিভাজনের সময় কতটি ম্যাক্রোমিয়ার তৈরি হয়?
বিভিন্ন পর্যায়ের কোষ বিভাজনের পর জাইগোট যখন নিরেট, গোলাকার ও বহুকোষী ভ্রূণে পরিণত হয়, তখন তাকে কী বলে?
একজন নবজাতকের দৈহিক গঠনের ক্ষেত্রে সঠিক হলো- i. মাথা দেহের এক চতুর্থাংশ হয়ii. পেট স্ফীত থাকেiii. দেহের রং ফর্সা হয়নিচের কোনটি সঠিক?
সদ্যজাত শিশুর দেহের অভ্যন্তরীণ গঠন বোঝা যায় - i. তুলনামূলকভাবে মাথা ছোট হবেii. ৮-১০ ঘণ্টার মধ্যে মূত্রত্যাগ করবেiii. ২৪ ঘণ্টার মধ্যে মলত্যাগ করবেনিচের কোনটি সঠিক?
নবজাতকের ত্বক স্পর্শকাতর, তা বোঝা যাবে - i. পায়ের পাতা স্পর্শ করলে সমস্ত শরীর নাড়ায়ii. নরম আরামদায়ক বিছানায় শান্ত থাকেiii. ভেজা বিছানায় অস্বস্তি বোধ করেনিচের কোনটি সঠিক?
নবজাতক ছেলে ও মেয়েদের ওজন ও উচ্চতার ক্ষেত্রে - i. ছেলেদের ওজন মেয়েদের তুলনায় বেশিii. ছেলেদের উচ্চতা মেয়েদের তুলনায় বেশিiii. ছেলেদের ওজন ও উচ্চতা মেয়েদের সমান নিচের কোনটি সঠিক?
সদ্যজাত শিশুর অস্থির বৈশিষ্ট্য হলো- i. কোমলাস্থি দ্বারা গঠিতii. অস্থি সহজেই বেঁকে বা ভেঙ্গে যেতে পারেiii. মাথার অস্থি শক্ত থাকেনিচের কোনটি সঠিক?
অতি শৈশবকালের বয়সসীমা কত?
কার মতে, শিশুর মৌলিক বিশ্বাস বা অবিশ্বাস নির্ভর করে শিশু কতটা যত্ন পায় তার ওপর?
কত বছর বয়সে শিশুদের হাড়ের সংখ্যা বৃদ্ধি পায়?
সাধারণত ১ বছর বয়সে শিশুর কতটি দাঁত ওঠে?
কত মাস বয়সে শিশু একাকী বসতে পারে?