ভিটামিনের অভাবে গর্ভস্থ শিশুর কী সমস্যা হয়?
গর্ভাবস্থার কত মাস হতে গর্ভবতীকে খাবারের পরিমাণ বাড়াতে হবে?
ইসরাত তার সন্তান জন্মের প্রথম সপ্তাহ পরে লক্ষ করেন সন্তানের ওজন কমে যাচ্ছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বলেন -i. জন্মের সময় সুস্থ নবজাতকের ওজন ২.৫ থেকে ৩.৫ কেজি হয়ii. প্রথম দুই সপ্তাহে তাদের ওজন হ্রাস পায়iii. দুই মাস পর থেকে ওজন বাড়তে থাকে নিচের কোনটি সঠিক?
সিমেন্ট আবিষ্কৃত হয় কত শতকে?
মিসেস সাথী তার মেয়ের শিক্ষার জন্য গ্রহণ করবেন- i. সাধারণ শিক্ষাদান পদ্ধতিii. প্রয়োজনে বিশেষ শিক্ষাদান কৌশলiii. বাড়িতে নিজেই পড়াবেননিচের কোনটি সঠিক?
বিভিন্ন খাবারের প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্র গৃহকর্মকে কমিয়ে দিচ্ছে- i. প্যাকেটজাত নানা উপকরণ তৈরি করেii. বাজারে প্রসেস করা মুরগি, মাছ বিক্রয় করেiii. ওভেন, ব্লেন্ডার মেশিন ইত্যাদি বাজারজাত করে
নিচের কোনটি সঠিক?