ইউরিয়া সার গুটি আকারে প্রয়োগ করলে শতকরা কত ভাগ সার সাশ্রয় হয়?
কোন সার পানিতে সহজে দ্রবণীয়?
কোন সার ফসলের চাহিদা অনুযায়ী কিস্তিতে প্রয়োগ করতে হয়?
পটাশ, গন্ধক ও দস্তা জাতীয় সার ফসলে কত বার প্রয়োগ করতে হয়?
ধান চাষে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে-
i. Leaf color chart ব্যবহার করা উচিত
ii. দানাদার ইউরিয়া ব্যবহার করা উচিত
iii. গুটি ইউরিয়া প্রয়োগ করা উচিত
নিচের কোনটি সঠিক?
রাসায়নিক সার ব্যবহার করা যাবে না -
i. বীজের ওপর
ii. গাছের কাণ্ডের খুব কাছাকাছি
iii. ভেজা কচিপাতার ওপর
শানু মিয়ার জমিতে হেক্টর প্রতি কী পরিমাণ নাইট্রোজেন সার সাশ্রয় হয়েছে?
ইউরিয়া সার প্রয়োগে শানু মিয়ার করা উচিত—
i. গুটি ইউরিয়া ব্যবহার করা
ii. ইউরিয়া প্রয়োগ করা
iii. LCC পদ্ধতি ব্যবহার করা
উদ্দীপকে কোন পদ্ধতির কথা বলা হয়েছে?
উক্ত পদ্ধতিতে ইউরিয়া প্রয়োগ করলে—
i. ধানের ফলন ঠিক থাকে
ii. ইউরিয়া কম লাগে
iii. নাইট্রোজেন সার বেশি মাত্রায় প্রয়োগ করতে হয়
সেচের পানির মূল উৎস কী?
অবস্থান অনুসারে সেচের পানির উৎস কত প্রকার?
কোনটি ভূ-উপরিস্থ পানি?
বাংলাদেশের মোট জমির কত শতাংশ সেচের আওতাভূক্ত?
IWMI এর পূর্ণ রূপ কী?
এ দেশের কত লক্ষ হেক্টর জমিতে ভূ-গর্ভস্থ সেচ দেওয়া হয়?
এ দেশের কত লক্ষ হেক্টর জমিতে ভূ-উপরিস্থ সেচ দেওয়া হয়?
আমাদের দেশে আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী সেচ দক্ষতা কত?
জমিতে সেচে ব্যবহৃত পানির কত ভাগ অপচয় হয়?
বোরো ধান চাষে মোট উৎপাদন খরচের কত শতাংশ সেচের জন্য খরচ হয়?
পানি সেচের পদ্ধতি মোট কতটি?
রিং বেসিন সেচ পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
কোন সেচ পদ্ধতি সারি ফসলের জন্য বেশি উপযোগী?
পেয়ারা বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়?
কোন সেচ পদ্ধতিতে নজলের মাধ্যমে পানি গাছের ওপর বৃষ্টির মতো ছিটিয়ে দেওয়া হয়?
চা বাগানে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?
সবচেয়ে কম পানি ব্যবহার করে উত্তম সেচ পদ্ধতি কোনটি?
জমির চারিদিকে আইল বেঁধে পানি ধরে রাখা হয় কোন পদ্ধতিতে?
পাইপের মাধ্যমে গাছের গাঞ্চলে পানি পৌঁছে দেওয়া হয় কোন সেচ পদ্ধতির মাধ্যমে?
পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি কোনটি?
মাটির এক থেকে দেড় ফুট গভীরতার মধ্যে বেশিরভাগ ফসলের কত শতাংশ মূল থাকে?
গাছ মূলাঞ্চলের প্রথমার্ধ থেকে মোট পানির কত শতাংশ গ্রহণ করে?
সেচের পানি মাটির কত ফুট গভীরতা পর্যন্ত যাওয়া বাঞ্ছনীয় ?
দেশের মোট জমির কত শতাংশ জমিতে ধান চাষ হয়?
৬৫%
৭০%
75%
৮১%
ধান ফসলে সংকটময় পর্যায় কোনটি?
সাধারণত ধানগাছে পুষ্পায়নের সময় কোন বিষয়টিতে বেশি গুরুত্ব দিতে হয়?
প্রচলিত পদ্ধতিতে এক কেজি ধান উৎপাদন করতে কত লিটার পানির প্রয়োজন?
বর্ষণ সেচ পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. প্রাথমিক খরচ বেশি
iii. ফলের বাগানে কার্যকর
ii. চা বাগানে কার্যকর
সঠিক সময়ে সেচ দেওয়ার জন্য বিবেচনা করতে হয় -
i. মাটিতে রসের অবস্থা
ii. মাটির উর্বরতা
iii. ফসলের বৃদ্ধি পৰ্যায়
গম ফসলের সংবেদনশীল পর্যায় -
i. মুকুট মূল গজানো
ii. কুশি গজানোর শেষ দিক
iii. পুষ্পায়ন
ছোলা ফসলের সেচের প্রতি সংবেদনশীল পর্যায় -
i. প্রাথমিক কুশি গজানো
ii. পুষ্পায়ন-পূর্ব
iii. বীজ গঠন
আলু ক্ষেতে সময়মতো সেচ না দিলে মারাত্মকভাবে হ্রাস পাবে –
i. চারা গজানো
ii. স্টোলন তৈরি
iii. প্রাথমিক কন্দ গঠন
পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো পদ্ধতিতে -
i. ৩০-৩৭ ভাগ সেচের পানি কম লাগে
ii. ২৯ ভাগ ডিজেল কম লাগে
iii. ধানের ফলন ১২ ভাগ বেশি হয়
রহিম কোন সেচ পদ্ধতি গ্রহণ করলেন?
এ পদ্ধতিতে সেচ দিলে—
i. অপচয় কম হয়
ii. পানি নিয়ন্ত্রণ সহজ হয়
iii. পানি বৃষ্টির মতো ছিটিয়ে দিতে হয়
কোনটি মৌলিক কৃষি উপকরণ?
উন্নত জাতের বীজ চূড়ান্ত অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান?
কৃষকদের মাঝে উন্নত বীজ সরবরাহ করে কোন প্রতিষ্ঠান?
ভালো বীজে অঙ্কুরোদগম ক্ষমতা সর্বনিম্ন কত হওয়া উচিত?
‘রটার পরীক্ষা' দ্বারা কী পরীক্ষা করা হয়?