বীজতলার মাটি জীবাণুমুক্ত করা যায়—
i. ফুটন্ত গরম পানি ঢেলে
ii. আবর্জনা বিছিয়ে তাতে আগুন লাগিয়ে দিয়ে
iii. গ্যামাক্সিন প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
বীজতলার মাটি শোধনের জন্য ব্যবহৃত রাসায়নিক হলো -
i. গ্যামাক্সিন
ii. ডেটল
iii. ফরমালডিহাইড
একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কামাল কোনটি করতে পারতেন?
কামাল বীজতলা ঘিরে দিল কারণ, এতে —
i. বৃষ্টির পানিতে মাটি সরে যাবে না
ii. বাতাসে মাটি সরে যাবে না
iii. বীজতলার পোকার আক্রমণ হবে না
ধানের জন্য বীজতলা কতভাবে তৈরি করা হয়।
শুকানো বীজতলার জন্য কোন ধরনের মাটি উপযুক্ত?
কাদাময় বীজতলার জন্য কোন মাটি উত্তম?
দুটি বীজতলার মাঝে কত সেমি জায়গা নালার জন্য রাখতে হয়?
বীজতলার চারপাশে নালার জন্য কত সেমি জায়গা রাখতে হবে?
আদর্শ বীজতলা সাধারণত কত সেমি উঁচু হতে হবে?
আদর্শ বীজতলা তৈরির জন্য ২০ বর্গমিটারের বেডে কী পরিমাণ গোবর সার লাগবে?
আদর্শ বীজতলার প্রতি বর্গমিটারে কত কেজি গোবর সার দিতে হবে?
৩ বর্গমিটারের ৪টি বেডের জন্য কত গ্রাম ইউরিয়া ব্যবহার করতে হবে?
আদর্শ বীজতলা গঠনে প্রতিটি বেডে কত কেজি কম্পোস্ট সার মাটির সাথে মেশাতে হয়?
নার্সারির মাটি অম্লীয় হলে প্রতি বেড়ে কত গ্রাম চুন প্রয়োগ করতে হবে?
একটি আদর্শ বীজতলায় বাঁধাকপি বা ফুলকপির কত গ্রাম বীজ বপন করা যাবে?
আদর্শ বীজতলায় শালগমের বীজ বপনের হার কত গ্রাম?
৩ বর্গমিটারের দুইটি বীজতলায় পেঁয়াজ বীজ বপনের হার কত গ্রাম?
৩ মি × ১ মি আকারের একটি বেডে কত গ্রাম টমেটো বীজ প্রয়োজন?
৩ বর্গ মিটারের ২টি বীজতলার জন্য কত গ্রাম মরিচ বীজ দরকার?
বীজতলায় -
i. চারা উৎপাদন করা হয়
ii. বীজ বপন করা হয়
iii. রোপণের আগ পর্যন্ত চারার যত্ন নেওয়া হয়
বীজতলায় চারা উৎপাদন করলে-
i. চারার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়
ii. বেশি চারা উৎপাদিত হয়
iii. অল্প জায়গা লাগে
নার্সারির বেড তৈরির জমি হবে -
i. সুনিষ্কাশিত ও উঁচু
ii. আলো-বাতাসযুক্ত
iii. উর্বর
লাবিব তার বেডগুলোতে কত গ্রাম পরিমাণ বীজ বপন করতে পারবে?
লাবিব ৩ টি বেডকে একটি বেডে পরিণত করলে কী হবে?
উপরের চিত্রে 'X' চিহ্নিত স্থানের পরিমাণ কত?
উল্লিখিত বীজতলার প্রয়োগ করতে হবে -
i. গোবর
ii. ইউরিয়া
iii. তুঁতে
নীচের কোনটি সঠিক?
খালেকের তৈরিকৃত বেঞ্চে কত কেজি এমওপি সার প্রয়োজন?
বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে-
i. মাটির অম্লতা নিয়ন্ত্রণ
ii. মাটির জীবাণু মুক্ত করা
iii. বীজ দ্রুত গজানো
বীজতলার চারা হলদে দেখালে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া ছিটাতে হয়?
বীজতলার রক্ষণাবেক্ষণমূলক কাজ হলো -
i. মাটি সমান রাখা
ii. কাঁচা গোবর প্রয়োগ
iii. আগাছা পরিষ্কার রাখা
বীজতলা যাতে বেশি শুকিয়ে না যায় সে জন্য-
i. চারাগাছের গোড়া খড়কুটা দিয়ে ঢেকে দিতে হবে
ii. আগাছা পরিষ্কার রাখতে হবে
iii. অয়া প্রদানের ব্যবস্থা করতে হবে
রাকিবের বীজতলার মাটি কীরূপ রাখতে হবে?
রাকিবের আশানুরূপ চারা উৎপাদন না হওয়ার কারণ-
i. বীজতলা শুকিয়ে যাওয়া
ii. জমিতে সারের পরিমাণ বেশি
iii. অমিটি বেশ নিচু
ফসলের খাদ্য কোনটি?
কোন সময় থেকে বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়?
জমিতে সুষম সার ব্যবহার করতে হয় -
i. গাছের বৃদ্ধির জন্য
ii. ফুল ও ফল ধারণের জন্য
iii. মাটিকে উর্বর রাখার জন্য
মাটিতে সার প্রয়োগের পূর্বে—
i. মাটি পরীক্ষা করতে হয়
ii. মাটির গুণাগুণ সম্পর্কে জানতে হয়
iii. মাটির পুষ্টি উপাদান সম্পর্কে জানতে হয়
মাটি পরীক্ষা না করে সার প্রয়োগ করার খারাপ দিক হচ্ছে—
i. উৎপাদন কম হয়
ii. উৎপাদন খরচ বাড়ে
iii. পরিবেশ নষ্ট হয়
রাবুর জমিতে ফসল উৎপাদনে কোনটির বিকল্প নেই?
রাবুকে ফসল উৎপাদনের পূর্বে জানতে হবে-
i. মাটির গুণাগুণ সম্পর্কে
ii. মাটিতে কোন পুষ্টি উপাদান কী পরিমাণে আছে
iii. সার ব্যবহারের নিয়মনীতি
কোন সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী?
নাইট্রোজেনের অভাব পূরণে কোন সার ব্যবহার করা হয়?
জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন অপচয় হয়?
সবুজ সার তৈরির পর ধান ক্ষেতে ইউরিয়া সারের মাত্রা হেক্টর প্রতি কত কেজি কমানো যায়?
ভূট্টার স্ত্রী ফুল বের হওয়ার কতদিন আগে সার প্রয়োগ করতে হয়?
কোন ধরনের মাটিতে এমওপি ও ইউরিয়া সার প্রয়োগে মাটির কার্যকারিতা বৃদ্ধি পায়?
LCC এর পূর্ণরূপ কী?
LCC পদ্ধতি ব্যবহারে আমন ধানে শতকরা কতভাগ ইউরিয়া কম লাগে?
এল.সি.সি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে বোরো ধানে কত ভাগ সার কম লাগে?