পেপার টাওয়েল পরীক্ষার মাধ্যমে বীজের কী নির্ণয় করা হয়?
নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হয় -
i. সত্যিকার বীজ
ii. প্রত্যয়িত বীজ
iii. যৌন বীজ
নিচের কোনটি সঠিক?
ভালো বীজের গুণ হলো-
i. মিশ্রণহীন বীজ
ii. সুস্থ বীজ
iii. অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতা
পরীক্ষাটির নাম কী?
পরীক্ষাটির মাধ্যমে নির্ণয় করা হয়—
i. বীজের আর্দ্রতা
ii. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা'
iii. চারার সতেজতা
হেলালের ফসল উৎপাদনের সাফল্যের মূল কারণ কী?
হেলাল বীজ নির্বাচনের সময় বিবেচনায় নেয়—
i. কোনটি কম খরচে বেশি ফলন দিবে
ii. কোনটির উৎপাদন কম হলেও বাজারমূল্য বেশি
iii. কোনটি কম সময়ে ফলন দেয়
ধান ও গম বীজ সংরক্ষণের আর্দ্রতা কত?
ধানবীজের আর্দ্রতা ৮% এর কম হলে কীসের ক্ষতি হতে পারে?
পাত্রে সংগৃহীত বীজ় কেমন জায়গায় রাখতে হবে?
রেফ্রিজারেটরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজ সংরক্ষণ করা যায়?
ধান বীজ দাঁতে কাটতে গিয়ে কোনো আওয়াজ না হলে বীজগুলো কেমন হতে পারে?
বীজ খুব বেশি শুকালে -
i. ভঙ্গুর হয়ে পড়তে পারে
ii. জীবাণুর সংক্রমণ ঘটতে পারে
iii. ভ্রূণের ক্ষতি হতে পারে
বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রার কম শুকালে -
i. ভ্রূণের ক্ষতি হতে পারে
iii. পোকার আক্রমণ ঘটতে পারে
বীজ সংরক্ষণের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাবক হলো-
i. আর্দ্রতা
ii. উচ্চ তাপ
iii. তীব্র রশ্মি
বীজ সংরক্ষণের জন্য বীজপাত্রের গায়ে লাগাতে হবে —
i. বীজের পরিচয়
ii. পাত্রস্থ করার তারিখ
iii. যিনি সংরক্ষণ করলেন তার স্বাক্ষর
ধান বীজ ঠিকমতো শুকানো হলো কিনা তা পরীক্ষা করা যায়—
i. দাঁতে কাটতে গেলে 'কট' শব্দ হলে
ii. বীজ পাল্লায় মেপে ওজন করে
iii. বীজের স্তূপে আর্দ্রতা পরিমাপক যন্ত্র ঢুকিয়ে
দাঁতে না কেটে রেজাউল মিয়া আর কী করতে পারতেন?
রেজাউল মিয়া ধান বীজ সংরক্ষণের জন্য—
i. ধানগুলো আরও শুকাবেন
ii. দ্রুত ড্রামে ভরে ফেলবেন
iii. আর্দ্রতা পরিমাপক ব্যবহার করবেন
প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি?
মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে-
কচুরিপানা দিয়ে মাটি ঢেকে দিলে—
i. পানি সংরক্ষিত হবে
ii. পুষ্টি উপাদান কমে যাবে
iii. আগাছার উপদ্রব কম হবে
নিচের কোনটি সঠিক ?
নাসির উদ্দিন সাহেবের ৩টি বীজতলায় কত কেজি ধানের বীজ বপন করেছিলেন?
নাসির উদ্দিন এভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের কারণে—
কোন ধরনের পরিবেশে ফসল জৈব-রাসায়নিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে?
প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী ভাসবায়ুগত উপাদান কতটি?
জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কৃষি খাতে কতটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে
প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী পরিবেশগত উপাদান কতটি?
কোনটি পরিবেশগত উপাদান?
ফসল উৎপাদনে বিরূপ আবহাওয়ার উদাহরণ কোনটি?
জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কোন অঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে?
মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কত লক্ষ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপোযোগী হয়ে পড়েছে?
২০০৭ সালের বন্যায় সারাদেশে কত ভাগ এলাকা প্লাবিত হয়?
কত সালে বাংলাদেশ সিডরে আক্রান্ত হয়?
২০০৭ সালে কত মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়?
কোন অঞ্চলকে এক সময় শস্যভাণ্ডার বলা হতো?
দেশে প্রতি বছর কমে যাওয়া আবাদি জমির পরিমাণ কত?
এদেশে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত?
আমাদের দেশে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান হলো—
i. জলাবদ্ধতা
ii. অনাবৃষ্টি
iii. লবণাক্ততা
প্রতিকূল অবস্থা সৃষ্টির পরিবেশগত উপাদান হলো—
. মাটির লবণাক্ততা
ii. জলাবদ্ধতা বা বন্যা
iii. মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি
জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে -
i. তাপ বৃদ্ধি পাচ্ছে
ii. বৃষ্টিপাত অনিয়মিত হচ্ছে
iii. বোরো ও আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে
উদ্দীপকে কতটি ক্ষেত্রের কথা বলা হয়েছে?
উপরিউক্ত আলোচনা অনুযায়ী আশঙ্কাজনক ক্ষেত্রগুলোতে -
i. দক্ষিণ-পূর্বাঞ্চলে খরার প্রভাব বাড়বে
ii. উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়বে
iii. প্রবল বন্যা ও ঘূর্ণিঝড় বাড়বে
খরার কারণে ফসলের কতভাগ ফলন হ্রাস পেতে পারে?
কোন মাসে খরা থেকে ফসল রক্ষা করা যায়?
স্বল্পায়ু জাতের ধান কত দিন খরা সহ্য করতে পারে?
বিজয়, প্রদীপ, সুফী কোন ফসলের জাত?
গমের কতটি খরা সহনশীল জাত আছে?
কোনটি খরা সহনশীল গাছ?
খরা সহিষ্ণু ফসল কোনটি?