জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়।
এককোষী জীবের কোষ বিভাজন প্রক্রিয়া কোনটি?
ব্যাকটেরিয়ায় কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয় কোন জীবে?
নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
ইস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়?
কোথায় অ্যামইটোসিস হয় না?
কোনটির বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে?
প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়?
কোন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়?
মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
মিয়োসিস বিভাজনের সময় কোষ কতবার বিভাজিত হয়?
ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনে?
মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কোনটি?
নিচের কোনটিকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?
মাইটোসিস বিভাজনে তিনটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ তৈরি হয়?
কোনটিকে সমীকরণিক বিভাজন বলা হয়?
প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহের দেহকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
স্তন্যপায়ী প্রাণীদের দেহে কোষ বিভাজন দেখা যায়?
নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?
কোন কোষে মাইটোসিস হয়?
কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?
কোন কোষটিতে মাইটোসিস বিভাজন ঘটে না?
প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় নিচের কোন জীবে?
i. ইস্ট
ii. ছত্রাক
iii. অ্যামিবা
নিচের কোনটি সঠিক?
জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়া হলো -
i. মাইটোসিস
ii. অ্যামাইটোসিস
iii. মিয়োসিস
মাইটোসিস কোষ বিভাজনে -
i. নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়
ii. অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান হয়
iii. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
মাইটোসিসের বৈশিষ্ট্য হলো -
i. নিউক্লিয়াস একবার বিভাজিত হয়
ii. মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়
iii. নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে
মাইটোসিস বিভাজনে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোমের বৈশিষ্ট্য হলো—
i. সম আকৃতির
ii. সমগুণসম্পন্ন
iii. সমসংখ্যক
মাইটোসিস প্রক্রিয়া ঘটে—
i. প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহ দেহকোষ
ii. উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু
iii. নিম্নশ্রেণির প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময়
মাইটোসিস কোষ বিভাজন -
i. আমের মুকুলে দেখা যায়
ii. উদ্ভিদের অযৌন জননের সময় ঘটে
iii. প্রাণীর স্নায়ুটিস্যুর স্নায়ু কোষে ঘটে
মাইটোসিস কোষ বিভাজন ঘটে -
i. উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে
ii. প্রাণীদেহের দেহকোষে
iii. নিম্নশ্রেণির প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময়
i. এ নিউক্লিয়াস একবার বিভাজিত হয়
ii. গাছের দেহকোষে ঘটে
iii. এ গাছ দৈর্ঘ্য-প্রস্থে বাড়ে
মিয়োসিস কোষ বিভাজনে -
i. জনন কোষ তৈরি হয়
ii. মাতৃকোষের নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়
iii. ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়
কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না?
i. প্রাণীর স্নায়ুটিস্যুর স্নায়ুকোষে
ii. স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকা
iii. উদ্ভিদের স্থায়ী টিস্যু
রফিকের পর্যবেক্ষণকৃত অংশের অগ্রভাগে কোন বিভাজন ঘটে?
উদ্দীপকের বিশেষ বিভাজনটি -
i. দেহ কোষের এক ধরনের বিভাজন পদ্ধতি
ii. নিম্নশ্রেণির উদ্ভিদে অযৌন জনন পদ্ধতি
iii. ক্রোমোজোমের সমীকরণিক বিভাজন পদ্ধতি
মাইটোসিস বিভাজনে কয়টি পর্যায় সম্পন্ন হয়?
নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়?
ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয়টি ধাপে বিভক্ত?
মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয়?
কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়?
মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?
প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে কোন ধাপে?
মাইটোসিসে সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে?
ক্রোমোজোম থেকে উদ্ভূত ক্রোমাটিডগুলো নিচের কোনটি দ্বারা যুক্ত থাকে?
ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে কোষ বিভাজনের কোন ধাপে?
উদ্দীপকের চিত্রটি মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ?
প্রোফেজ দশাতে—
i. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়
ii. নিউক্লিয়াস আকারে বড় হয়
iii. ক্রোমোজোম হতে ক্রোমাটিড গঠিত হয়