দেহ লোম দ্বারা আবৃত কোন শ্রেণির প্রাণীর?
প্লাটিপাসের বৈশিষ্ট্য কোনটি?
কোন শিশু প্রাণীটি মায়ের দুধ পান করে বড় হয়?
বাঘের হূৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
নিচের কোনটির হূৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
কোন শ্রেণির প্রাণীদের শৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
উট কোন পর্বের প্রাণী?
মানুষ কোন শ্রেণির প্রাণী?
নটোকর্ড হলো একটি-
i. নরম অঙ্গ
ii. বৃত্তাকার অঙ্গ
iii. অখন্ডায়িত অঙ্গ
নিচের কোনটি সঠিক?
অ্যাসিডিয়ার বৈশিষ্ট্য হলো -
i. সারাজীবন ফুলকা রন্দ্র থাকে
ii. পৃষ্ঠীয় ফাঁপা মেরুরজ্জু থাকে
iii. এদের লেজে নটোকর্ড থাকে
কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য —
i. কঙ্কাল তরুণাস্থিময়
ii. প্ল্যাকয়েড আঁইশ বৰ্তমান
iii. ৫–৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে
মৎস্যকুলের অন্তর্ভুক্ত –
i. কনড্রিকথিস
ii. অস্টিকথিস
iii. সাইক্লোস্টোমাটা
কোনটির ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত?
i. হাঙর
ii. টিকটিকি
iii. সাপ
সরীসৃপ শ্রেণির প্রাণীরা -
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. বুকে ভর করে চলে
iii. ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত
উভচর প্রাণীগুলো -
i. জীবনের প্রথম দশায় পানিতে বাস করে
ii. জীবনের প্রথম দশায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়
iii. পরিণত দশায় ডাঙায় বাস করে
পাখিরা উড়তে পারে কারণ –
i. বায়ুথলি আছে
ii. সামনের পা ডানায় রূপান্তরিত হয়
iii. হাড় শক্ত ও ফাঁপা
উষ্ণ রক্তের প্রাণীর উদাহরণ হলো—
i. দোয়েল
ii. সোনাব্যাঙ
iii. উট
স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য—
i. শীতল রক্তের প্রাণী
ii. শিশুরা মায়ের দুধ পান করে বড় হয়
iii. হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট
উক্ত পর্বের প্রাণী নিচের কোনটি?
বৈশিষ্ট্যপূর্ণ কোষটি অংশ নেয় –
i. শিকার ধরায়
ii. আত্মরক্ষায়
iii. সংবহনে
উদ্দীপকে কোন পর্বের প্রাণী সম্পর্কে বলা হয়েছে?
উত্ত পর্বে নিচের কোন কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়?
i. দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান
ii. দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত
iii. দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত
চিত্রের প্রাণীটি কোন পর্বভুক্ত?
প্রাণীটির দেহে উপস্থিত -
i. নটোকর্ড
ii. নেফ্রিডিয়া
iii. ফাঁপা মেরুরজ্জ
কোন শ্রেণিতে উপরোক্ত চিত্রের প্রাণীটি অন্তর্ভুক্ত?
উপরের চিত্রের প্রাণীটির—
i. দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত
ii. চোয়ালবিহীন
iii. যুগ্ম পাখনা উপস্থিত
উভচর প্রাণী নিচের কোনটি?
উভচর প্রাণীর বৈশিষ্ট্য –
i. পানিতে ডিম পাড়ে
ii. ত্বক নরম ও গ্রন্থিযুক্ত
iii. শীতল রক্তের প্রাণী
রহিমের চাচার জালে ধরা পড়া প্রাণীগুলো কোন উপপর্বের অন্তর্ভুক্ত?
রহিমের চাচার জালে যে সকল শ্রেণির প্রাণী ধরা পড়ে সেগুলো হলো -
i. সরীসৃপ
iiকনড্রিকথিস
iii. অসটিকথিস
তানহা যে প্রাণীটি ছবি আঁকতে পছন্দ করে সে প্রাণীটি কোন পর্বের?
উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি Mammalia শ্রেণিভুক্ত, কারণ—
i. চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে
ii. শিশুরা মাতৃদুগ্ধ পান করে
চিত্র-B প্রাণীটির শ্রেণিভুক্ত কোনটি?
A প্রাণীটির শ্রেণিগত বৈশিষ্ট্য হলো—
i. এরা উষ্ণ রক্তের প্রাণী
ii. এদের ডানা ও চঞ্চু বিদ্যমান
iii. শিশুরা মাতৃদুগ্ধ পান করে
নিচের কোন সঠিক?
উদ্দীপকের B প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য -
i. চার পায়ে পাঁচটি করে আঙুল আছে
ii. এরা পানিতে ও স্থলে বাস করে
iii. দেহ ত্বক আঁইশযুক্ত
A ও B উভয় প্রাণী ―
i. ভার্টিব্রাটা শ্রেণিভুক্ত
ii. A দেহত্বক গ্রন্থিযুক্ত, B3 আঁইশযুক্ত
iii. A ফুলকা ও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়
একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলি মিলিয়ে নিতে হয়?
প্রাণিজগৎকে শ্রেণিবিন্যাসবিদ্যার ভাষায় কী বলা হয়?
শ্রেণিবিন্যাসের প্রথম ধাপ কোনটি?
প্রাণী শ্রেণিবিন্যাসের ধাপ ‘বর্গ' এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
প্রাণী শ্রেণিবিন্যাসের ধাপ 'গণ' এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
শ্রেণিবিন্যাসের সাহায্যে কোনটি সম্পর্কে ধারণা পাওয়া যায়?
সব এককোষী প্রাণীকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
বহুকোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়?
শ্রেণিবিন্যাসের সাহায্যে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীসমূহকে জানা যায় -
i. বিজ্ঞানসম্মত উপায়ে
ii. অল্প পরিশ্রমের মাধ্যমে
iii. অল্প সময়ে
মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল?
সাফওয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় -
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে
ii. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে
iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে
প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত?