মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন –
i. প্রথম পর্যায়ে শুরু হয়
ii. ক্যারিওকাইনেসিস
iii. সাইটোকাইনেসিস
নিচের কোনটি সঠিক?
কোষবিভাজনটি কোন ধরনের?
কোষ বিভাজনটি দেখা যায় -
i. আমের মুকুলে
ii. উদ্ভিদের অযৌন জননে
ii. প্রাণীর স্নায়ুকোে
উদ্দীপকের চিত্রটি কোন বিভাজনকে নির্দেশ করে?
উক্ত বিভাজনের প্রথম পর্যায়ের ধাপ -
i. প্রোফেজ
ii. মেটাফেজ
iii. টেলোফেজ
মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী?
কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়?
মাইটোসিস বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়?
মাইটোসিসের কোন দশাতে মাকু আকৃতির অদ্ভুর আবির্ভাব ঘটে?
মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়?
অ্যান্টার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক্রোমোজোমগুলো মাইটোসিসের কোন ধাপে বিষুবীয় অঞ্চলে আসে?
মাইটোসিস প্রক্রিয়ার একটি ধাপ যেখানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে এবং সবচেয়ে মোটা ও খাটো দেখায়। ধাপটির নাম কী?
মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো হয়?
কোষ বিভাজনের কোন ধাপে প্রত্যেক ক্রোমাটিতে একটি সেন্ট্রোমিয়ার থাকে?
ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু ভাগে বিভক্ত হয় কোন ধাপে?
মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?
মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে?
মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন শুরু হয়?
মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা J এর মত হয় ?
মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L., J অথবা I আকৃতি ধারণ করে?
প্রো-মেটাফেজ দশাতে -
i. নিউক্লিওলাস বিলুপ্ত
ii. স্পিন্ডল যয় সৃষ্টি হয়
iii. কোমাটিও গঠিত হয়
চিত্রটি কোন দশার?
চিত্রটির দশায় দেখা যায় -
i. সেন্ট্রিওল হতে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়
ii. দুটি ক্রোমাটিড সৃষ্টি হয়
iii. ক্রোমোসোমগুলো সবচেয়ে খাটো হয়
চিত্রটি ক্যারিওকাইনেসিসের কোন ধাপকে নির্দেশ করছে?
উদ্দীপকে A চিহ্নিত অংশটির নাম কী?
কোষ বিভাজনের কোন দশা অনিকের চোখে পড়েছিল?
অনিকের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় –
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে
ii. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়
iii. সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়
নিচের কোন সঠিক?
অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে?
কোন পর্যায়ে ক্রোমোজোমসমূহ মেরুর কাছে গিয়ে পৌঁছে?
নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে কোন ধাপে?
প্রাণিকোষে মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রিওল সৃষ্টি হয়?
টেলোফেজ দশায় প্রাণিকোষের উভয় মেরুতে কয়টি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়।
কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
প্রকৃতপক্ষে মাইটোসিন্সের কোন দশায় সাইটোকাইনেসিস শুরু হয়?
সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাজ কতটুকু বিস্তৃত হয়?
মাইটোসিসের কোন ধাপে কোষপ্লেট গঠিত হয়?
প্রাণিকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে?
টেলোফেজ ধাপে –
i. অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে
ii. নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে
iii. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তুর সৃষ্টি হয়
প্রাণিকোষের নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে -
i. কোষের মাঝামাঝি অংশে খাঁজ সৃষ্টি হয়
ii. সৃষ্ট খাঁজ নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়
iii. সৃষ্ট খাঁজ মিলিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে
চিত্রটি সমীকরণিক বিভাজনের কোন ধাপ?
চিত্রটির পূর্ববর্তী ধাপে -
i. ক্রোমোজোম দুই মেরুর দিকে অগ্রসর হয়
ii. ক্রোমোজোম I আকৃতির হয়
iii. ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়
অযৌন জননের জন্য কোনটি অপরিহার্য?
সাধারণত কয়টি জননকোষ মিলিত হয়ে একটি জাইগোট গঠন করে?
কয়টি হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে ডিপ্লয়েড অবস্থা সৃষ্টি হয়?
দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত অবস্থাকে কী বলে?
জাইগোটের ক্রোমোজোম সংখ্যার অবস্থা কীরূপ?
মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত?
হ্যাপ্লয়েড জীবের জাইগোটে কোন বিভাজন হয়?