অভিসারী লেন্সের ন্যায় ক্রিয়া করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন করে থাকে –
i. কর্নিয়া
ii. অ্যাকুয়াস হিউমার
iii. ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
প্রতিসরণের ব্যবহার হয় -
i. ক্যামেরায়
ii. অণুবীক্ষণযন্ত্রে
iii. চশমায়
আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায় অংশগুলো হলো-
i. স্লাইড
ii. শাটার
iii. আলোক চিত্রগ্রাহী প্লেট
ক্যামেরার -
i. অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা হয়।
ii. লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে
iii. শাটারের সাহায্যে লেন্সের মুখ যেকোনো সময়ের জন্য খোলা রাখা যায়।
আলোক চিত্রগ্রাহী ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব ফেলা হয় তা -
i. বাস্তব
ii. উল্টা
iii. খর্বিত
উক্ত প্লেটের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল সেই অংশে -
i. তত রুপা জমা হয়
ii. তত বেশি কালো দেখায়
iii. পজিটিভে তত বেশি উজ্জ্বল দেখায়
মহাবিশ্ব গঠিত-
i. পৃথিবী
ii. ধূমকেতু
iii. ক্ষুদ্র পোকামাকড় নিয়ে
গ্যালাক্সি হলো -
i. মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য
ii. গ্রহ, নক্ষত্রের মাঝে অবস্থিত খালি জায়গা
iii. গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল
অতিবৃহৎ ও ছোট নক্ষত্রের রং হলো—
i. লাল-হলুদ
ii. লাল-নীল
iii. হলুদ-নীল
নিচের কোন সঠিক?
নক্ষত্রের ক্ষেত্রে—
i. বৃহৎ নক্ষত্রগুলো লাল
ii. মাঝারি নক্ষত্রগুলো হলুদ
iii. ছোট নক্ষত্রের রং নীল
বিগব্যাঙ-
i. সংঘটিত হয়েছিল ১২.৭৫ বিলিয়ন বছর পূর্বে
ii. তত্ত্বের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির ধারণা পাওয়া যায়
iii.. তত্ত্বের পক্ষে যুক্তি দেন বিজ্ঞানী আইনস্টাইন
বিগব্যাঙ তত্ত্ব মতে মহাকাশ একসময় ছিল -
i. বৃহৎ
ii. অত্যন্ত উত্তপ্ত
iii. অত্যন্ত ঘন অবস্থায়