ক্যামেরার -
i. অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা হয়।
ii. লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে
iii. শাটারের সাহায্যে লেন্সের মুখ যেকোনো সময়ের জন্য খোলা রাখা যায়।
নিচের কোনটি সঠিক?
সংকট কোণের মান ৬০° হলে পূর্ণ-অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কোনটি?
মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কি নামে পরিচিত?
ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কী বলে?
কোনটি বলের একক?
মাটিতে বিদ্যমান পদার্থগুলোর মধ্যে বায়বীয় পদার্থ শতকরা কত ভাগ?