পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে -
i. আলোকরশ্মি সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হয়
ii. আলোকরশ্মি সংকট কোণ অপেক্ষা ছোট কোণে আপতিত হয়
iii. এর উদাহরণ হলো মরীচিকা
নিচের কোনটি সঠিক?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে—
i. আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায়
ii. সংকট কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়
iii. আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে
উদ্দীপকের ক্ষেত্রে ∠PON সংকট কোণ হলে —
i. প্রতিসৃত রশ্মি OR3 বরাবর যাবে
ii. প্রতিসরণ কোণের মান NOR3 হবে
iii. আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হবে
চিত্রে ∠MOA -
যদি কোণ ∠MOA, ৯০° অপেক্ষা বড় হয়, তাহলে-
i. সংকট কোণ সৃষ্টি হবে
ii. প্রতিফলন কোণ সৃষ্টি হবে
iii. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ সৃষ্টি হবে
চিত্রে ∠BON -
"CO" আপতিত রশ্মির কারণে—
i. প্রতিসরিত রশ্মি বায়ু মাধ্যমে বেঁকে যায়
ii. "CO" রশ্মি পানি মাধ্যমে প্রতিফলিত করে
iii. আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে
-
i. i = 15° এর জন্য আলোর প্রতিসরণ ঘটে ।
ii. আলোকরশ্মি A হতে B মাধ্যমে প্রবেশ করলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে ।
iii. i = 40° হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে
অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে-
i. একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ সম্ভব হয়
ii. পাঠানো সংকেত বিকৃত হয় না
iii. কাচতন্তুর তৈরি হলেও একে বাকানো যায়
অপটিক্যাল ফাইবার কোন ধরনের কাজে ব্যবহৃত হয়—
i. আলোক রশ্মি বহনে
ii. কোলন দেখার জন্য
iii. টেলিকমিউনিকেশন এর ক্ষেত্রে
রেটিনার উপর আলো পড়লে-
i. স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনার সৃষ্টি হয়
ii. মস্তিষ্কে কম্পনের অনুভূতি জাগায়
iii. তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়
কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাটি -
i. আইরিস নামে পরিচিত
ii. গাঢ় রঙের হয়ে থাকে
iii. শ্বেতমণ্ডল নামে পরিচিত
তারারন্ধ্র-
i. মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ
ii. মাংসপেশির সংকোচনে এর আকার পরিবর্তিত হয়
iii. মাংসপেশির প্রসারণে এর আকার অপরিবর্তিত হয় না