কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা―
i. ঐ পরিবাহীর তড়িৎ প্রবাহ
ii. অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়
iii. ঐ পরিবাহীর বিভব পার্থক্য
নিচের কোনটি সঠিক?
তড়িৎ প্রবাহ হলো -
i. ইলেকট্রনের প্রবাহ
ii. প্রোটনের প্রবাহ
iii. নিউট্রনের প্রবাহ
তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে পরিবাহকের-
i. দুই প্রান্তের বিভব পার্থক্যের ওপর
ii. আকৃতি ও উপাদানের ওপর
iii. তাপমাত্রার ওপর
বিভব পার্থক্য –
i. হলো বর্তনীর এক বিন্দু হতে অন্য বিন্দুতে একক আধান স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়
ii. না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না
iii. আধান স্থানান্তর করতে সক্ষম হয় না
একমুখী তড়িৎ হলো—
i. পর্যায় ক্রমিকভাবে দিক পরিবর্তন হয়
ii. দিক পরিবর্তন হয় না
iii. তড়িৎ কোষ থেকে পাওয়া যায়
পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে সঠিক —
i. এটি উৎপন্ন করা সহজ
ii. এটি সরবরাহ করা সহজ
iii. এটি অত্যন্ত সাশ্রয়ী
এসি প্রবাহ হলো-
i. নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়
ii. এটি সাশ্রয়ী
iii. উৎস হলো ব্যাটারি
পর্যায়বৃত্ত প্রবাহের বেলায় প্রযোজ্য –
i. তড়িৎ প্রবাহের দিক অপরিবর্তিত থাকে
ii. উৎপন্ন ও সরবরাহ করা সহজ
iii. সাশ্রয়ী
অপর্যাবৃত্ত প্রবাহের উৎস –
i. তড়িৎ কোষ বা ব্যাটারী
ii. ডিসি জেনারেটর
iii. ডায়নামো
পর্যাবৃত্ত প্রবাহ—
i. বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহ পর্যাবৃত্ত প্রবাহ
ii. এটি উৎপন্ন করা ও সরবরাহ করা সহজ
iii. বাংলাদেশের পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে
যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় তা-
i. পর্যাবৃত্ত প্রবাহ
ii. এসি তড়িৎ প্রবাহ
iii. পরিবর্তী তড়িৎ প্রবাহ
উদ্দীপকের তড়িৎ প্রবাহটির বিশ্বের সব দেশেই জনপ্রিয়, কারণ-
i. এটি উৎপাদন ও ব্যবহার করা সহজ এবং সাশ্রয়ী
ii. এ প্রবাহের উৎস ডায়নামো বা জেনারেটর
iii. এটি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে