কোনো পরিবাহকের মধ্য দিয়ে কত মানের তড়িৎ প্রবাহিত হবে তা নির্ভর করে ঐ পরিবাহকের —
i. দুই প্রান্তের বিভব পার্থক্যের ওপর
ii. আকৃতি ও উপাদানের ওপর
iii. তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
ভিন্ন রোধের দুটি বাল্বকে শ্রেণি সংযোগে সংযুক্ত করলে–
i. বাল্ব দুটির মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে
ii. বাল্ব দুটির মধ্য দিয়ে ভিন্ন মানের বিদ্যুৎ প্রবাহিত হবে
iii. বাল্ব দুটির বিভব পার্থক্য ভিন্ন হবে
সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে-
i. সকল বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য একই
ii. এক বাতি নষ্ট হলেও অন্যগুলো জ্বলবে
iii. বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগের জন্য উপযোগী
নিচের কোন সঠিক?
ভোল্টমিটার
অ্যামিটার
পটেনশিওমিটার
রোধ
কোনো রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহৃত হয়। এ কারণে ভোল্টমিটারকে -
i. রোধকের দুই প্রান্তের সাথে সমান্তরালে যুক্ত করতে হয়
ii. অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে এর ধনাত্মক প্রান্ত যুক্ত করতে হয়
iii. রোধকের দুই প্রান্তের সাথে শ্রেণিতে যুক্ত করতে হয়
অ্যামিটার –
i. বর্তনীর তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এককে পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়
ii. বর্তনীর সাথে শ্রেণিতে সংযুক্ত করা হয়
iii. বর্তনীর সাথে সমান্তরালে সংযুক্ত করা হয়
i. বর্তনীর সাথে শ্রেণি সংযোগে যুক্ত থাকে
ii. এর দুটি সংযোগ প্রান্ত থাকে
iii. বর্তনীর বিভব পার্থক্য থাকে
বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে -
i. ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে
iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা—
i. টিন ও তামার তৈরি সরু তার
ii. টিন ও সীসার তৈরি সরু তার
iii. সরু ও কম গলনাঙ্কের তার
ফিউজ তারের ক্ষেত্রে—
i. তারুটি সরু
ii. তারটি মোটা ও শক্ত
iii. তারটি টিন ও সীসার তৈরি
ফিউজ তার সাধারণত -
i. টিন ও সীপার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার
ii. একটি চীনামাটির কাঠামোর ওপর দিয়ে আটকানো থাকে
iii. ৫, ১৫, ৩০ এবং ৬০- অ্যাম্পিয়ারের হয়ে থাকে
ফিউজ তারের -
i. গলনাঙ্ক কম
ii. গলনাঙ্ক বেশি
iii. মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গলে যায়
কত অ্যাম্পিয়ারের ফিউজ তার ব্যবহারে টেলিভিশনের ক্ষতি হতে পারে?
i. ৫ অ্যাম্পিয়ার
ii. ১০ অ্যাম্পিয়ার
iii. ২০ অ্যাম্পিয়ার
টিভির জন্য ফিউজে অ্যাম্পিয়ারের দুইটি তার ব্যবহার করলে–
i. ফিউজ তার বারবার পুড়ে যাবে
ii. ফিউজের মান বেড়ে যাবে
iii. টিভি নষ্ট হয়ে যেতে পারে
উক্ত বেডরুমে ইলেকট্রিক কেটলি ব্যবহার করলে –
i. সুইচ অন করলে ফিউজের তার গলে যাবে
ii. টিউবলাইট ও ফ্যান নষ্ট হয়ে যাবে
iii. বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভবনা আছে