বেকিং সোডা + সাইট্রিক এসিড → P + CO2 + গানি P যৌগটি হবে-
চুন + অ্যাসিটিক এসিড → ক্যালসিয়াম এসিটেট + পানি এটা কোন ধরনের বিক্রিয়া?
CaO ও H2O এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
মোমের দহনে -
i. রাসায়নিক পরিবর্তন হয়
ii. ভৌত পরিবর্তন হয়
iii. কিছু মোম বাষ্পীভূত হয়
নিচের কোনটি সঠিক?
মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
i. তাপশক্তি
ii. আলোক শক্তি
iii. শব্দ শক্তি
মোম জ্বলতে থাকলে -
i. ভৌত পরিবর্তন ঘটে
ii. তাপ উৎপন্ন হয়
iii. রাসায়নিক পরিবর্তন ঘটে
প্রশমন বিক্রিয়া—
i. এসিড ও ক্ষারে ঘটে
ii. লবণ ও পানি উৎপন্ন হয়
iii. নিরপেক্ষ পদার্থ তৈরি হয়।
বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়—
i. সোডিয়াম সাইট্রেট
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. পানি
চুনের পানি ও CO2-এর মধ্যে বিক্রিয়ায়-
i. চুনের পানি ঘোলা হয়ে যায়
ii. চুনাপাথর উৎপন্ন হয়
iii. ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়
বিক্রিয়াটিতে উৎপন্ন হয় -
i. লবণ
ii. চিনি
বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলো হলো—
i. ক্যালসিয়াম বাই কার্বনেট
ii. ক্যালসিয়াম সালফেট
ক্লোরাইড কোন তড়িৎদ্বারে Cl2 গ্যাসে পরিণত হয়?
শুষ্ককোষের ক্ষেত্রে—
i. দস্তার চোঙ অ্যানোড হিসেবে কাজ করে
ii. গ্রাফাইট দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে
iii. NH4CI এর পেস্ট, C গুঁড়া ও MnO2 ব্যবহৃত হয়
শুষ্ক কোষ তৈরিতে ব্যবহৃত হয়—
i. NH4CI
ii. MnO2
iii. H2O
রিমোট কন্ট্রোলারে ব্যবহৃত ব্যাটারিতে -
i. দস্তার চোঙ ধনাত্মক তড়িদ্বার হিসেবে কাজ করে
ii. NH4CI, C গুঁড়া ও MnO2 বিদ্যমান
iii. একটি কার্বন দণ্ড দস্তার চোঙে বসানো থাকে
শুষ্ক কোষের বর্তনীতে ―
i. আলোকশক্তির উৎস NH4CI, C MnO2
ii. আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
iii. কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে
ব্যাটারিতে যে শক্তি রয়েছে তা হলো—
i. বিভব শক্তি
ii. রাসায়নিক শক্তি
iii. আলোক শক্তি
X+ + e–→ X; বিক্রিয়াটিতে -
i. ইলেকট্রন গৃহীত হয়েছে
ii. ক্রিয়া ক্যাথোড তড়িদ্বারে ঘটেছে
iii. ক্লোরিন আয়নের পরিবর্তন ঘটেছে
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে -
i. NaCl
ii. KCI
iii. CaCl2
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ –
i. চিনি
ii. গ্লুকোজ
iii. NaCl
লিমা শুষ্ক কোষ তৈরিতে ব্যবহার করল -
i. কয়লার গুড়া ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
ii. অ্যামোনিয়াম ক্লোরাইড
iii. সোডিয়াম ক্লোরাইড
হুমায়রাদের খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে -
i. বিদ্যুৎ খরচ কম হবে
ii. প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে
iii. সুইচ অন করা মাত্র গলে যাবে