উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
লেন্টিসেল কোথায় থাকে?
উদ্ভিদ মাটি থেকে শোষিত পানি -
i. শারীরবৃত্তীয় প্রয়োজনে কাজে লাগায়
ii. বাষ্পাকারে বের করে দেয়
iii. বিপাকীয় কাজে ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
অধিকাংশ প্রস্বেদন সংঘটিত হয়—
i. লেন্টিসেল দ্বারা
ii. কিউটিকল বা ত্বক দিয়ে
iii. স্টোমাটা বা পত্ররন্ধ্র দ্বারা
কিউটিকল থাকে না –
i. মূলে
ii. কাণ্ডে
iii. পাতায়
প্রস্বেদন সংঘটিত হয় -
i. পত্ররন্ধ্রের মাধ্যমে
ii. মূলরোমের মাধ্যমে
iii. লেন্টিসেলের মাধ্যমে
প্রস্বেদনের প্রকারভেদের মধ্যে রয়েছে-
i. পত্ররন্দ্রীয় প্রস্বেদন
ii. লেন্টিকুলার প্রস্বেদন
iii. মূলরোমীয় প্রস্বেদন
নিচের কোন সঠিক?
উপরোক্ত প্রক্রিয়াটি দ্বারা কোনটি সম্পন্ন হয়?
নির্দেশিত অঙ্গটি গঠিত হয় -
i. বহিঃত্বকীয় কোষ দ্বারা
ii. রক্ষী কোষ দ্বারা
iii. সহায়ক কোষ দ্বারা
উদ্দীপকের ছবিটি উদ্ভিদের কোথায় অবস্থিত?
বাষ্পমোচনের ক্ষেত্রে -
i. প্রধানত পত্ররন্দ্রের মাধ্যমে হয়।
ii. কিউটিকলের মাধ্যমে হয়
iii. মূলরোমের মাধ্যমে হয়
নিচের কোন সঠিক?.
উল্লিখিত প্রক্রিয়ার মাধ্যমে কোনটি ঘটে?
উদ্দীপকের বস্তুটি গঠিত হয়—
iii. সহকারী কোষ দ্বারা
নিচের কোন প্রক্রিয়ার উদ্ভিদের মৃত্যুও হতে পারে?
কোন প্রক্রিয়াটিকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়?
কোনটি উদ্ভিদের জন্য একটি "Necessary evil'?
উদ্ভিদে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটি সহায়ক?
প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব —
প্রস্বেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে মুক্ত হয়?
পাতার আর্দ্রতা বজায় রাখে কোনটি?
প্রস্বেদন সাহায্য করে—
i. কোষরসের ঘনত্ব বৃদ্ধিতে
ii. উদ্ভিদকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করতে
iii. প্রস্বেদন টান সৃষ্টিতে
পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়া নিচের কোনটির সাথে সম্পর্কিত?
উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি পাতায় পরিবাহিত হয় কোন টিস্যুর মাধ্যমে?
কোনটির মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়?
উদ্ভিদের পরিবহন পথ কোনটি?
কোনটি পাতায় তৈরি খাদ্য পরিবহন করে?
কোনটির মাধ্যমে উদ্ভিদদেহে রসের উর্ধ্বমুখী পরিবহন হয়?
পেপারোমিয়া কীসের নাম?
উদ্ভিদে পানি পরিবহন পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়?
উদ্ভিদের সংবহন প্রধানত কত প্রকার?
উদ্ভিদের পরিবহন টিস্যুগুলো —
i. জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায়
ii. ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন ঘটায়
iii. ফ্লোয়েম শুধু খনিজ লবণ পরিবহন করে
উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হলো -
i. জাইলেম
ii. ফ্লোয়েম
iii. প্যারেনকাইমা
উদ্ভিদের পানি ও খনিজ লবণের পরিবহনে -
i. জাইলেমের মাধ্যমে উদ্ভিদদেহে দ্রবণের ঊর্ধ্বমুখী পরিবহন হয়
ii. ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের পরিবহন ঘটে
iii. উদ্ভিদের মূলরোম দিয়ে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌছায়
জাইলেমের মাধ্যমে উদ্ভিদদেহে রস পরিবহন—
i. উর্ধ্বমুখী প্রক্রিয়া
ii. নিম্নমুখী প্রক্রিয়া
iii. পার্শ্ব প্রক্রিয়া
উল্লিখিত প্রক্রিয়াটি সম্ভব -
কোনটি গুচ্ছ ফল?
পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
চিত্রের কোন অংশটি পরাগরেণু ধারণ করে?
চিত্রের P অংশটি-
i. ফলে পরিণত হয়।
ii. বীজে পরিণত হয়
iii. বংশবিস্তারে সাহায্য করে
জনন প্রধানত কয় প্রকার?
জীবের প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
নিম্ন শ্রেণির উদ্ভিদে দেহকোষ পরিবর্তিত হয়ে কী তৈরি হয়?
কনিডিয়ার মাধ্যমে বংশ বৃদ্ধি করে কোনটির?
টিউবারের গাছের কোন অংশটি প্রজনন উপযোগী?
দেহের খন্ড থেকে প্রজনন হয় কিসে?
মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি?
মুলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
সেগুন উদ্ভীদের প্রজনন হয় কোনটির সাহায্যে?
কোনটি দ্বারা মিষ্টি আলুর প্রজনন ঘটে?
কোনটি ভূপান্তরিত কাণ্ডের সাহায্যে বংশবৃদ্ধি ঘটায়?