অভিস্রবণ ঘটে –
i. দুইটি সমান ঘনত্বের দ্রবণে
ii. দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণে
iii. উদ্ভিদের রস আহরণে
নিচের কোনটি সঠিক?
অভিস্রবণ প্রক্রিয়ায় -
i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
ii. দ্ৰাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
iii. দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয়
অভিস্রবণকে ব্যাপনও বলা যায়, কারণ -
i. উভয় প্রক্রিয়া একই ঝিল্লি দ্বারা গঠিত
ii. ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলে
iii. মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না
কিশমিশের অভ্যন্তরে পানি যে প্রক্রিয়ায় প্রবেশ করে—
i. অভিস্রবণ
ii. ব্যাপন
iii. প্রস্বেদন
অভিস্রবণের ফলে -
i. উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে
ii. ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে
iii. কাণ্ড ও পাতা সতেজ থাকে
কোন প্রক্রিয়ার জন্য ছোলাগুলোর এমন অবস্থা হয়েছে?
উক্ত প্রক্রিয়ায় -
i. পানি বাষ্পাকারে বেরিয়ে যায়
ii. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
iii. কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অধিক ঘনত্বেও দ্রবনে যায়
অভিস্রবণের ক্ষেত্রে প্রবাহ কোন দিকে হবে?
B চিহ্নিত অংশের কাজ হলো—
i. দ্রবণ পৃথক রাখা
ii. দ্রব ও দ্রাবকের চলাচল নিয়ন্ত্রণ করা
iii. খাদ্য সামগ্রী সঞ্চয় করা
মেহমানদের জন্য তৈরি করা খাবারটি কোন প্রক্রিয়ায় ঘটে?
পিংকির বিকেলে দেখা বিষয়টি সংঘটনের প্রক্রিয়ায়—
i. অর্ধভেদ্য পর্দা প্রয়োজন
ii. প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়
iii. দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যায়
জীবকোষে কোনটি অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে?
অভিস্রবণ কোথায় ঘটে?
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি হতে পানি শোষণ করে?
পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
মূলত উদ্ভিদের কান্ড ও পাতাকে সতেজ ও সোজা রাখতে সাহায্য করে কোন প্রক্রিয়াটি?
শাপলা ফুল ফুটতে কোন প্রক্রিয়া সাহায্য করে?
প্রাণীর অস্ত্রে খাদ্য শোষিত হয় কোন প্রক্রিয়ায়?
অর্ধভেদ্য পর্দা হলো -
i. কোষ পর্দা
ii. কোষ প্রাচীর
iii. মাছের পটকার পর্দা
অভিস্রবণের ফলে—
i. কোষের রসস্ফীতি ঘটে
ii. কাণ্ড সতেজ রাখে
iii. পাতা সতেজ থাকে
কোষ রসে থাকে -
i. পানি
ii. চিনি
iii. লবণ
শিহাবের গাছ লাগানোর স্থানে কী প্রয়োজন?
শিহাবের গাছটির উক্ত পরিণতির কারণ হলো-
i. পানি ও খনিজ লবণের অভাব
ii. আলো বাতাস কম পাওয়া
iii. অভিস্রবণ প্রক্রিয়া না ঘটা
স্থলজ উদ্ভিদ পানি শোষণ করে কীসের মাধ্যমে?
পানি উদ্ভিদের কোন অংশ দ্বারা শোষিত হয়?
পানিতে নিমজ্জিত উদ্ভিদরা কোন অংশ দিয়ে পানি শোষণ করে?
মূলরোমের প্রাচীর –
শোষিত পানি কোনটির মাধ্যমে পাতায় পৌঁছায়?
নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত?
অধিকাংশ কলয়েডধর্মী পদার্থ কীরূপ?
কলয়েডধর্মী পদার্থ কোনটি?
নিচের কোনটি কনয়েডধর্মী?
কলয়েডধর্মী পদার্থ পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ইমবাইবিশন দেখা যায়?
উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কোনটি?
কোন প্রক্রিয়ার প্রভাবে শীতকালে গাছের সবুজ পাতা ঝরে যায়?
উদ্ভিদ খনিতা লবণ কী হিসেবে শোষণ করে?
নিচের কোনটি আয়ন হিসেবে শোষিত হয়?
খনিজ লবণ → মূলরোম > |X| → জাইলেম উদ্ভিদদেহ। এখানে 'X' প্রক্রিয়াটি হচ্ছে—
উদ্ভিদ মাটি রস থেকে খনিজ লবণ শোষণ করে-
কলয়েডধর্মী পদার্থ হলো -
i. স্টার্চ
ii. সেলুলোজ
iii. জিলেটিন
মাটি থেকে উদ্ভিদের খনিজ লবণ শোষণ সম্পন্ন হয়-
i. নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে
ii. সক্রিয় শোষণের মাধ্যমে
iii. পানি শোষণের মাধ্যমে
উদ্ভিদ দেহ ঠান্ডা, পাতায় আর্দ্রতা বজায় এবং কাণ্ড ও পাতাকে সতেজ রাখে—
i. প্রস্বেদন
iii. অভিস্রবণ
উদ্ভিদদেহের এই পদার্থটি হল-
উক্ত ঘটনার সাথে জড়িত নিচের কোনটি?
কোনটি উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া?
প্রস্বেদন প্রক্রিয়ায় কোনটি নির্গত হয়?
গ্রস্বেদনের অপর নাম কী?
প্রস্বেদন কী ধরনের প্রক্রিয়া?
প্রস্বেদন প্রধানত কোনটির মাধ্যমে হয়?