কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যে কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। সেই উদ্ভিদ নিচের কোনটি?
টিউবার জাতীয় রূপান্তরিত কাণ্ড কোনটি?
মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
কোনটি মাটির নীচে সমান্তরালভাবে অবস্থান করে?
নিচের কোনটি রাইজোম?
কন্দের মাধ্যমে প্রজনন ঘটায় নিচের কোনটি?
কোনটির কাণ্ড অতি ক্ষুদ্র ?
কোনটি রূপান্তরিত কান্ড?
পিঁয়াজ কোন ধরনের রূপান্তরিত কাণ্ড?
রসুনে কোন ধরনের জনন ঘটে?
স্টোলনের অগ্রভাগে কী উৎপন্ন হয়?
কচুর প্রজনন অঙ্গ কোনটি?
কোন উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে?
কোনটি স্টোলন?
কোনটি রূপান্তরিত কাণ্ডের সাহায্যে বংশবৃদ্ধি ঘটায়?
কোনটির প্রজনন অফসেটের মাধ্যমে হয়?
কোন উদ্ভিদে অফসেট দেখা যায়?
পাথরকুচি কীসের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
পাতার কিনারায় সৃষ্ট মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোন উদ্ভিদে?
কৃত্রিম অঙ্গজ প্রজনন কত প্রকার?
সরাসরি ডাল থেকে নতুন গাছ জন্মানোর পদ্ধতিকে কী বলে?
বুলবিল এর উদাহরণ কোনটি?
উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলতে বোঝায় -
i. কাণ্ডের সাহায্যে বংশবৃদ্ধি
ii. জনন কোষ ছাড়া বংশবৃদ্ধি
iii. ফল ও বীজের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলতে বোঝায়—
i. দেহের খন্ডায়নের সাহায্যে বংশবৃদ্ধি
ii. মূলের সাহায্যে বংশবৃদ্ধি
iii. জনন কোষ ছাড়া বংশবৃদ্ধি
অঙ্গজ প্রজননের বৈশিষ্ট্য হলো-
i. প্রাকৃতিকভাবে ঘটে
ii. মাতৃগুণাগুণ বজায় থাকে
iii. নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে
রূপান্তরিত কাণ্ড সৃষ্টি হয় -
i. প্রতিকূলতা প্রতিরোধের জন্য
ii. খাদ্য সঞ্চয়ের জন্য
iii. জীবনকাল বৃদ্ধির জন্য
অতি ক্ষুদ্ৰ কাণ্ড –
i. রসুন
ii. আদা
iii. পেয়াজ
জিহাদের সজিনার ডালের কী ধরনের প্রজনন হয়েছে?
জিহাদের সজিনার ডাল পোতার ফলে -
i. সজিনার নতুন কুঁড়ি উৎপন্ন হয়েছে
ii. নতুন সজিনা গাছ উৎপন্ন হয়েছে
iii. সজিনার ডালটি শুকিয়ে গেছে
নিচের কোনটির মাধ্যমে সাধারণত সপুষ্পক উদ্ভিদের বংশ বৃদ্ধি ঘটে?
সপুষ্পক উদ্ভিদের যৌন জননে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?
বৃতির বর্ণ সাধারণত কীরুপ?
কোন ফুলের পাপড়ি গুলো সংযুক্ত?
নিচের কোনটির দলমন্ডল পৃথক থাকে?
পুংস্তবকের কয়টি অংশ থাকে?
পুংস্তবদের প্রতিটি অংশকে কী বলে?
পুংকেশরের থলের ন্যায় অংশকে কী বলে?
পরাগরেণু কোথায় সৃষ্টি হয়?
ফুলসহ একটি শাখাকে কী বলে?
গর্ভপত্রের অংশ হচ্ছে -
i. পরাগধানী
ii. গর্ভদণ্ড
iii. গর্ভমুণ্ড
সরাসরি জননে অংশগ্রহণ করে -
i. ডিম্বাণু
ii. গর্ভমুণ্ড
iii. পুংস্তবক
ফুলের অত্যাবশ্যকীয় স্তবক হলো-
i. দলমণ্ডল
ii. পুংস্তবক
iii. স্ত্রীস্তবক
নিয়ত পুষ্পমঞ্জুরীর বৈশিষ্ট্য হলো -
i. বৃদ্ধি নির্দিষ্ট
ii. বৃদ্ধি অনির্দিষ্ট
iii. পুষ্প উৎপাদন করে থেমে যায়
ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত কী?
পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
পরাগায়ন কত প্রকার?
কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
স্ব-পরাগায়ন হয় কোন ফুলে?