মেয়েদের দেহে কোন হরমোনের ক্ষরণ ডিম্বাশয়কে পূর্ণতা দেয়?
গোনাডোট্রপিক হরমোন নিঃসরণ হয় কোন গ্রন্থি থেকে?
কত ডিগ্রী তাপমাত্রা শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর?
খিঁচুনি ও চেহারায় অস্বাভাবিকতা কোন রোগের লক্ষণ?
কোন রোগের ক্ষেত্রে ক্যালরিবহুল খাবার প্রয়োজন?
যক্ষ্মা রোগের টিকার নাম কী?
উচ্চ জ্বরে আক্রান্ত শিশুর জন্য কোন খাবারগুলো বেশি উপযুক্ত?
কোন রোগে বিপাকক্রিয়া বৃদ্ধি পায়?
শিশুরা অতি শৈশবে নানা সংক্রামক রোগে আক্রান্ত হয় কেন?
কোনটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে?
কোন দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে?
কত মাস বয়স থেকে শিশুকে পরিপূরক খাবার দেওয়া হয়?
ছোট শিশুদের দেহের তাপমাত্রা কত ডিগ্রী ফারেনহাইট থাকে?
জ্বর হলে শিশুকে কোন তন্তুর পোশাক পরাতে হয়?
কত বছর বয়সের শিশুর মধ্যে উচ্চ জ্বরের প্রবণতা দেখা যায়?
অতিরিক্ত জ্বরে গোসল করালে দেহের তাপমাত্রা কত ডিগ্রি কমে আসবে?
জ্বর হলে কোন খাদ্যের চাহিদা বৃদ্ধি পায়?
শিশুদের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার কারণ -
i. জন্মকালিন কম ওজন
ii. . গর্ভবস্থায় পুষ্টিকর খাবারের অভাব
iii. শরীরের অতিরিক্ত ওজন
নিচের কোনটি সঠিক?
শরীরে জীবানু প্রবেশ করে-
i. খাদ্যের মাধ্যমে
ii. শ্বাস গ্রহণের মাধ্যমে
iii. চামড়ার মাধ্যমে
জ্বর হলে খাদ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণ হলো—
ii. বিপাকক্রিয়া বৃদ্ধি পায়
ii. মুখের রুচি বৃদ্ধি পায়
iii. কোষকলা ক্ষয় হয়
নাদিয়ার এই অবস্থায় যে ধরনের খাবার দেওয়া উচিত—
i. নরম খিচুড়ি ও ভাত
ii. দুধ, সুজি
iii. সবজি, সুপ, ফলের রস
নাদিয়ার ঘামের সঙ্গে বের হয়ে যায়—
i. প্রচুর পানি
ii. সোডিয়াম ও পটাশিয়াম
iii. গ্লুকোজ, ক্লোরিন
নিচের কোনটি সঠিক ?
কোন রোগে শিশুর মাথার মধ্যভাগ দেবে যায়?
দূষিত পানি পান করলে কোন রোগটি হয়?
স্যালাইন খাওয়ানোর মূল উদ্দেশ্য কী?
ডায়রিয়া কী ধরনের রোগ?
অপরিষ্কার ও জীবাণুযুক্ত খাদ্য থেকে কোন রোগটি হয়?
ডায়রিয়া হওয়ার সাথে সাথে রোগীকে কী খাওয়াতে হবে?
কোন রোগে জিড ও ঠোঁট শুকিয়ে যায়?
তৈরি স্যালাইন কত ঘণ্টা পর্যন্ত খাওয়ানো যায়?
ডায়রিয়া রোগে শিশুর ক্ষেত্রে-
i. মায়ের দুধ দিতে হবে
ii. প্রতিবার মলত্যাগের পর স্যালাইন খাওয়াতে হবে
iii. বমি করলে স্যালাইন বন্ধ করে দিতে হবে
খাবার স্যালাইনের মাধ্যমে অভাব পুরণ হয় -
i. পটাশিয়াম বাই-কার্বনেটের
ii. সোডিয়াম ক্লোরাইডের
iii. গ্লুকোজের
কোন কৃমিতে আক্রান্ত হলে শিশুর মলদ্বার চুলকায়?
কোন রোগটি ঋতু পরিবর্তনের সময় হয়?
সর্দি-কাশি হওয়ার কারণ কী?
ইনফ্লুয়েঞ্জা কোন ধরনের রোগ?
শিশুদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা কতদিন স্থায়ী হয়?
ইনফ্লুয়েঞ্জা রোগটি বয়স্কদের ক্ষেত্রে কত দিন স্থায়ী হয়?
ইনফ্লুয়েঞ্জা রোগে শিশুকে কী কোন ধরনের খাবার খাওয়াতে হবে?
কৃমি মানবদেহের কোথায় বাস করে?
শিশুরা কয় ধরনের কৃমি দ্বারা আক্রান্ত হয়?
কোন কৃমিকে কেঁচো কৃমি বলে?
হাতের নখ ছোট ও আঙুল পরিষ্কার রাখতে হয় কোন রোগ থেকে রক্ষা পেতে?
শিশুর পেট বড় হয়ে ফুলে যায় কোন কৃমির কারণে?
সুতা কৃমি কোথায় ডিম পাড়ে?
যেসব শিশুরা খালি পায়ে মাটির পথ দিয়ে হেঁটে বেড়ায় তাদের মধ্যে কোন কৃমির সংক্রমণ দেখা যায়?
বক্র কৃমিতে আক্রান্ত হওয়ার লক্ষণ কোনটি?
সর্দি-কাশি হয়—
i. ঘাম থেকে
ii. গরম থেকে
iii. ধুলা-বালি থেকে
ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের উপায় -
i. ঋতু পরিবর্তনের সময় উপযুক্ত পোশাক পরিধান
ii. iii. ক্যালরিবহুল খাদ্য গ্রহণ
iii. বিশুদ্ধ পানি বা শরবত পান
সুতাকৃমি দ্বারা আক্রান্ত হলে -
i. মলমার খুব চুলকায়
ii. রক্তস্বল্পতা দেখা দেয়
iii. মলদ্বারে কৃমির ডিম দেখা যায়