শিশুরা অতি শৈশবে নানা সংক্রামক রোগে আক্রান্ত হয় কেন?
২। পরিবারকে সঠিকভাবে চালনার জন্য বেশি প্রয়োজন হয় কোনটির ?
৩। হায়দার সাহেব বাড়ি তৈরির ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলে এই অবস্থার সৃষ্টি হতো না—
৪। হায়দার সাহেবের বাড়ির দেয়ালে ফাটল ধরার কারণ কী?
i. সময় না দেওয়া।
ii. লক্ষ্য অর্জন না করা ।
iii ব্যবস্থাপনার ধাপ না মানা ।
নিচের কোনটি সঠিক ?
বুফে খাবার পরিবেশন করা হয় কখন ?
i. অতিথির সংখ্যা বেশি হলে
ii. জায়গা কম থাকলে
iii.প্রধান অতিথি না থাকলে
নিচের কোনটি সঠিক?
কণা ডাক্তারের নিকট গেলে ডাক্তার তাকে ক্যালরি ও প্রোটিন জাতীয় খাদ্য খেতে বললেন। কণার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
i. গর্ভবতী
ii. প্রসূতি
iii. মানসিক পরিশ্রম বেশি করে