তাপমাত্রা নির্ণয়ে দেহের নির্দিষ্ট স্থানে কত মিনিট থার্মোমিটার রাখতে হবে?
কিসের স্পন্দনের সাথে সাথে শরীরের ধমনি স্ফীত হয়?
ধর্মনির স্ফীতির হারকে কী বলে?
সদ্যজাত শিশুর নাড়ির স্পন্দন মিনিটে কত বার?
২ বছর বয়সী শিশুর নাড়ির স্পন্দন মিনিটে কত বার?
স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে পূর্ণবয়স্ক পুরুষের নাড়ির স্পন্দন কত?
শ্বাস-প্রশ্বাসের গতি কিসের হার দেখে নির্ণয় করা যায়?
রোগীর তাপমাত্রা, নাড়ির গতি এবং শ্বাস-প্রশ্বাসের গতি রেকর্ড করা হয় কেন?
শরীরে তাপমাত্রা নির্ণয়ের সময় লক্ষণীয় বিষয় -
i. থার্মোমিটার হাতের তালুতে রাখা
ii. থার্মোমিটার নির্দিষ্ট স্থানে ২ মিনিট স্থাপন করা
iii. পারদ ৯৪ ডিগ্রিতে রাখা
নিচের কোনটি সঠিক?
রোগীর দেহের তাপমাত্রা রেকর্ড করে রাখার কারণ -
i. রোগীর যত্ন নিতে সুবিধা হয়
ii. চিকিৎসক উপযুক্ত ব্যবস্থাপত্র দিতে পারেন
iii. রোগীর মানসিক অবস্থা অনুমান করা যায়
নাড়ির গতি বেড়ে যায় –
i. ব্যায়াম করলে
ii. ঘুমালে
iii. স্নায়বিক আঘাতে
কোনটি সঠিক?
স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে রুদ্রের নাড়ির স্পন্দন সংখ্যা কত?
রুদ্রের নাড়ির গতি রেকর্ডের সময় আনিকার প্রয়োজন—
i. ভাইকে শুইয়ে দেওয়া
ii. সেকেন্ডের কাঁটার ঘড়ি হাতে রাখা
iii. ভাইয়ের হাত সহজ ও স্বাভাবিক রাখা
কিডনি রোগে কোন খাদ্য উপাদানের পরিমাণ কমাতে হয়?
কিডনি রোগে আক্রান্ত রোগীদের কোন খাদ্যগুলো নিয়ন্ত্রণ করতে হবে?
একজন রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
রোগীর শারীরিক যত্নের প্রয়োজন কেন?
রোগীর চাহিদা অনুযায়ী যে খাদ্য দেওয়া হয় তাকে কী বলে?
কোয়াশিয়রকর রোগীর পথ্য কেমন হবে?
কার্বোহাইড্রেট কোন রোগের নিয়ন্ত্রক খাদ্য?
উচ্চ রক্তচাপ রোগে কোন খাদ্যটি ক্ষতিকর?
জসিম সাহেব হৃদরোগে আক্রান্ত। তার জন্য কোন জাতীয় খাদ্য গ্রহণ ক্ষতিকর?
জলীয় পথ্য কোন রোগ নিরাময়ে সহায়তা করে?
ডাবের পানি, শরবত কোন রোগ নিরাময়ে সহায়তা করে?
রোগীর জন্য বিনোদনের ব্যবস্থা করতে হয় কেন?
পথ্য পরিকল্পনায় বিবেচনা করতে হবে -
i. রোগীর বয়স
ii. রোগের প্রকৃতি
iii. রোগের তীব্রতা
ডায়রিয়া রোগ নিরাময়ে সহায়তা করে -
i. প্রোটিন সমৃদ্ধ খাদ্য
ii. স্যালাইন
iii. ডাবের পানি নিচের
রোগীর পথ্য হবে সবসময় -
i. রুচিসম্মত
ii. সহজপাচ্য
iii. দামি
রোগীর পথ্যের একঘেঁয়েমি দূর করতে প্রয়োজন –
i. রোগীর পছন্দ অনুযায়ী পথ্য দেওয়া
ii. শুশ্রূষাকারীর পছন্দ অনুযায়ী পথ্য দেওয়া
iii. খাবারের ধরনে পরিবর্তন আনা
লাবনি লুবনার জন্য উপযুক্ত পথ্য কোনটি?
লাবনী লুবনার জন্য পথ্যের পাশাপাশি প্রয়োজন -
i. তার সাথে সুসম্পর্ক বজায় রাখা
ii. তাকে আলাদা কক্ষে একা রাখা
iii. বিনোদনের ব্যবস্থা করা
আমাদের সকলের মস্তিষ্কের তলদেশে কোন গ্রন্থি অবস্থিত?
বয়ঃসন্ধিক্ষণে কোন পরিবর্তনের জন্য শক্তি বেশি ক্ষয় হয়?
উদ্দীপকে উল্লিখিত কণার এই আচরণের কারণ —
উপরিউক্ত পরিস্থিতিতে কণার -
i. পরিবারের সাথে মতবিরোধ দেখা দিতে পারে
ii. মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে
iii. শারীরিক দক্ষতা হ্রাস পেতে পারে
নিচের কোনটি সঠিক ?
কোনটি কৈশোরকালীন বয়স?
বয়ঃসন্ধিকালের পরিবর্তন চলে কোন গতিতে?
বয়ঃসন্ধিকালের অপর নাম কী?
ঝড়-ঝঞ্ঝার বয়স বলা হয় কোন বয়সকে?
বয়ঃসন্ধিক্ষণের পরিবর্তন সম্পর্কে জানার উদ্দেশ্য কোনটি?
শিশুর ব্যক্তিত্বের বিকাশ হয় কখন?
বয়ঃসন্ধিকাল হিসেবে গুরুত্বপূর্ণ কোন বছর?
শৈশব ও প্রাপ্তবয়স্ক এর মাঝামাঝি বয়সকালকে কী বলে?
নির্দিষ্ট বয়সের আগে যৌন পরিবর্তন শুরু হলে তাকে কী ধরনের পরিপক্ক বলে?
সময় বিবেচনায় ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালের পরিবর্তনকে বলা হয়—
i. অকাল পরিপক্ক
ii. অসম পরিপক্ক
iii. বিলম্বিত পরিপক্ক
বয়ঃসন্ধিক্ষণের পরিবর্তন সম্পর্কে জানা থাকলে -
i. পরিবর্তন সহজভাবে মেনে নেওয়া যায়
ii. পরিবারের সাথে খাপ খাওয়ানো যায়
iii. পরিবর্তন সম্পর্কে দুশ্চিন্তা দূর হয়
বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা দ্রুত বাড়তে থাকে –
i. উচ্চতায়
ii. ওজনে
iii. মানসিকভাবে
যৌন পরিবর্তনে মিরার পরিপক্বতাকে কী বলা হয়?
অনুর ঋতুস্রাব তাড়াতাড়ি হওয়ার কারণ —
i. বংশগত
ii. খাদ্যাভ্যাস
iii. মানসিক পরিপক্বতা
মানুষের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন?