বয়ঃসন্ধিক্ষণে কোন পরিবর্তনের জন্য শক্তি বেশি ক্ষয় হয়?
আমাদের দেশে যৌতুকের বোঝা কাদের ওপর চাপানো হয়?
গ্রীষ্মের দুপুরে অতিথিদের ঠান্ডা জুস পরিবেশন করে মেনু পরিকল্পনার কোন দিকটি বিবেচনা করা হয়েছে?
৩। মিসেস রেবাকে কাপড়টি সংরক্ষণের আগে প্রথমেই কীকরতে হতো ?
৪। কাপড়টি নষ্ট হওয়ার কারণ—
i. কাপড়গুলোরউপর কীটনাশক ওষুধ স্প্রে করাহয়নি ৷
ii. মাঝেমাঝে হালকা রোদ ও বাতাসেকাপড় শুকানো হয়নি।
iii. কালোজিরা, চাপাতা, নিমপাতা ব্যবহার করা হয়নি।
নিচেরকোনটি সঠিক ?
গৃহে শিশুদের পরিচালনা ও লেখাপড়ার ক্ষেত্রে গৃহব্যবস্থাপকের কোন গুণটি বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে?