কৃষিবিদ উল্লিখিত ফসলের বীজ কত আর্দ্রতায় শুকিয়ে রাখতে বললেন?
কৃষিবিদের পরামর্শ মতো রহমত আলী বস্তায়—
i. নিমের পাতা দিলেন
ii. বিষকাটালি দিলেন
iii. ফরমালিন দিলেন
নিচের কোনটি সঠিক?
মাছ চাষকে লাভজনক করতে মাছকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি কোনটি দেওয়া হয়?
খাদ্যে আর্দ্রতার পরিমাণ শতকরা কত বেশি হলে ছত্রাক জন্মাতে পারে?
খাদ্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা কত বেশি থাকলে ছত্রাক জন্মাতে পারে?
খাদ্যে পোকামাকড়সমূহ খুব ভালো জন্মাতে পারে কত ডিগ্রি সে. তাপমাত্রায়?
পোকামাকড়ের মলমূত্রের মাধ্যমে মাছের খাদ্য কোন অণুজীব দ্বারা আক্রান্ত হয়?
মাছের খাদ্যের কোন পুষ্টিগুণ সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে নষ্ট হয়ে যায়?
মাছের খাদ্য কত মাসের বেশি গুদামে সংরক্ষণ করা যায় না?
খাদ্য প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে কী বলে?
বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশিরভাগ কোনটি?
কাঁচা ঘাসের বিকল্প কী?
শিম গোত্রীয় ঘাস কোনটি?
হে তৈরির জন্য কখন ঘাস কাটতে হয়?
হে তৈরির জন্য ঘাসের আর্দ্রতা শতকরা কত ভাগ রাখা হয়?
সাইলেজ তৈরির জন্য কোন অবস্থায় গাছ কাটা হয়?
সাইলেজ তৈরিতে ঘাস কেটে কোথায় রাখা হয়?
গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দেওয়া হয়?
খড় তৈরির সময় বর্জ্য গাছগুলোর আর্দ্রতা শতকরা কত ভাগ রাখা হয়?
ক্রাম্বল ফিড কীভাবে সংরক্ষণ করা হয়?
মাছের সম্পূরক খাদ্য হিসেবে আমাদের দেশে সচরাচর ব্যবহার করা হয় -
i. গমের ভুসি
ii. ফিশমিল
iii. ক্ষুদিপানা
খাদ্য খোলা রাখলে বাতাসের অক্সিজেন খাদ্যের—
i. রেন্সিডিটি ঘটাতে পারে
ii. গুণগতমান ক্ষতিগ্রস্ত করতে পারে
iii. পুষ্টিমান অক্ষুণ্ণ রাখে
শীতকালে জন্মানো ঘাস—
i. গিনি
ii. মাসকলাই
iii. সবুজ খেসারি
হে তৈরির জন্য উপযোগী—
i. সবুজ খেসারি
iii. ভুট্টা
সাইলেজ তৈরির উপযোগী ঘাস—
ii. নেপিয়ার
iii. পারা
পোল্ট্রির জন্য দানাদার খাদ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়—
i. মেশ
ii. পিলেট
iii. ক্রাম্বল ফিড
পশুসম্পদ কর্মকর্তা মফিজ মিয়াকে কেন উল্লিখিত প্রক্রিয়াটি শিখালেন?
মফিজ মিয়া উল্লিখিত পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারেন—
i. ভুট্টা
iii. মাসকালাই
কোনটি উদ্ভিদভোজী মাছ?
উৎসের ওপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানকে কত ভাগে ভাগ করা হয়?
কোনটি মাছের প্রাণিজাত খাদ্য?
রেণু পোনার জন্য কী হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে?
আঙ্গুলে পোনার জন্য দেহের ওজনের শতকরা কত ভাগ সম্পূরক খাদ্য প্রয়োজন?
খাদ্য রূপান্তর হার তুলনা করা হয় কত কেজি মাছের সাথে?
পোনা মাছের খাদ্যে FCR কত হওয়া উচিত?
রহিম মিয়া তার পুকুরে মাছের পোনা ছাড়ল যার মোট ওজন ৫ কেজি। নিয়মিত খাদ্য প্রয়োগ করে ৬ মাস পর আহরণের সময় মোট ৪০ কেজি মাছ পেল। তিনি ৬ মাসে মোট ৫০ কেজি খাদ্য প্ৰয়োগ করেছিলেন। FCR এর মান কত হবে?
রুই জাতীয় মাছের সম্পূরক খাদ্যে ফিশমিলের পরিমাণ কত?
চিংড়ির খাদ্যে আমিষের পরিমাণ শতকরা কত ভাগ হওয়া জরুরি?
নৈশভোজী মাছ কোনটি?
মাছের ভেজা বা আর্দ্র খাবার পানির কত সেমি. নিচে ট্রে বা মাচায় প্রয়োগ করতে হয়?
কোন মাসে মাছের বৃদ্ধি কম হয়?
একটি গরুকে দৈনিক কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে?
ইউরিয়ার সাহায্যে খড় সংরক্ষণ পদ্ধতিতে ২০ কেজি খড়ের জন্য কত কেজি ইউরিয়া দরকার?
স্থানীয় কৃষিবিদ আফসার মিয়াকে গবাদিপশুর জন্য ইউরিয়া মোলাসেস খড় তৈরি করে খাওয়াতে বললেন। উক্ত খাবার তৈরিতে খড়ের সাথে ঝোলাগুড় মিশাতে বললেন। ৪০ কেজি খড়ের জন্য কত গ্রাম ঝোলাগুড় মেশাতে হবে?
ইউরিয়া মোলাসেস তৈরির জন্য ১০ কেজি খড়ের সাথে কত কেজি ইউরিয়া প্রয়োজন?
ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে কত গ্রাম ইউরিয়া ব্যবহার করা হয়?
অ্যালজি কী?
গো-খাদ্য হিসেবে কোন ধরনের এ্যালজি ব্যবহার করা হয়?
কেমন জলবায়ুতে অ্যালজির দ্রুত বৃদ্ধি ঘটে?
শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ শর্করা থাকে?