মাছের অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে —
i. মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়
ii. জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়
iii. অবাধ মাছ ধরা বন্ধ করা যায়
নিচের কোনটি সঠিক?
রহিম মিয়া কোন ধরনের জলাশয় হতে মাছ ধরে?
রহিম মিয়ার আগের তুলনায় মাছ ধরার পরিমাণ কমে যাওয়ার কারণ—
i. জলবায়ুর পরিবর্তন
ii. অতিরিক্ত মৎস্য আহরণ
iii. শিল্পায়নের ফলে পানি দূষণ
রহিমের দাদার দেখা মাছগুলো সংরক্ষণের জন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
উদ্দীপকে উল্লিখিত মাছগুলো না পাওয়ার কারণ—
i. বিগত কয়েক বছরের জনসংখ্যা বৃদ্ধি
ii. নির্বিচারে ডিমওয়ালা ও পোনা মাছ আহরণ
iii. নদীতে অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো নির্মাণ
এনজিওটির গৃহীত ব্যবস্থার কারণে মাছের জন্য কোন সুবিধাটির সৃষ্টি হবে?
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থাটি গ্রহণের ফলে—
i. মাছের জীববৈচিত্র্য সংরক্ষিত হবে
ii. মাছের অবাধ প্রজনন ঘটানো যাবে
iii. সম্পূরক খাদ্য প্রয়োগের প্রয়োজন হয় না
মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কবে?
কত সেমি নিচের আকৃতির মৃগোল মাছ ধরা নিষিদ্ধ?
২৩ সেন্টিমিটারের চেয়ে ছোট আকারের ইলিশ মাছকে কী বলে?
৯ ইঞ্চি = কত সেমি?
কোন সময়ে ২৩ সেমি নিচের আকৃতির পাঙ্গাশ মাছ ধরা নিষেধ?
নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কত ইঞ্চি আকৃতির পাঙ্গাশ মাছ ধরা নিষেধ?
কত ইঞ্চির ছোট আকারের সিলন, বোয়াল ও আইড ধরা, নিজের দখলে রাখা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ?
বোয়াল মাছ ধরা নিষিদ্ধ কোন মাস পর্যন্ত?
কোন সময়ে শোল মাছ ধরা নিষেধ?
ফাঁস জালের প্রচলিত নাম কী?
মাছ ধরার জন্য কত সেমি বা এর চেয়ে কম ব্যাসের জাল ব্যবহার নিষিদ্ধ? (
প্রথমবার মৎস্য আইন ভঙ্গকারীর জরিমাণা সর্বোচ্চ কত টাকা?
দ্বিতীয়বার মৎস্য আইন ভঙ্গকারীর কারাদণ্ড কত?
মাছের চাহিদা বৃদ্ধির কারণে জেলেরা -
i. ছোট বড় সব মাছ ধরছে
ii. প্রজননক্ষম মাছও ধরছে
iii. পোনা মাছও ধরছে
অভ্যন্তরীণ জলাশয়ে মাছ ধ্বংসের পদক্ষেপ গ্রহণ করা যাবে না -
i. বিষ প্রয়োগে
ii. পরিবেশ দূষিত করে
iii. বাণিজ্যিক বা অন্যবিধ উপায়ে
মৎস্য আইন অনুযায়ী উল্লিখিত ছোট মাছগুলো শ্যামল কোন সময়ে ধরতে পারবে না?
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিলে শ্যামল-
i. নির্ধারিত সময়ে মাছ ধরতে পারবে
ii. মাছ ধরার জন্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করতে পারবে
iii. ৪.৫ সেমি অপেক্ষা কম ব্যাসের জাল ব্যবহার করতে পারবে না
বাবুল ও তার বন্ধুরা কত সেমি দৈর্ঘ্যের জাল ব্যবহার করেছিল?
উল্লিখিত আইনের আওতায় পড়ে -
i. ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ
ii. ইলিশ প্রজনন ক্ষেত্র সংরক্ষণ
iii. বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে মাছ মারা
সুবাসের কাজটি চলতে থাকলে কমে যাবে -
i. মাছের জীববৈচিত্র্য
ii. সুবাসের পারিবারিক আয়
iii. মুক্ত জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছের উৎপাদন
কতটি হাঁস-মুরগি পারিবারিকভাবে পালতে বাসস্থান তৈরি করা হয়?
গৃহপালিত পাখির আবাসন তৈরির প্রথম ধাপ কোনটি?
হাঁস-মুরগির ঘর কোন জায়গায় হলে ভালো?
হাঁস-মুরগির ঘরের দৈর্ঘ্য কীসের ওপর নির্ভর করে?
হাঁস-মুরগির গ্যাবল টাইপ ঘর কোন অঞ্চলের জন্য খুবই উপযোগী?
ডিম পাড়া হাঁস-মুরগির ঘরে কত সপ্তাহ পর্যন্ত হাঁস-মুরগি পালন করা হয়?
যে ঘরে বাচ্চা ফোটে তাকে কী ঘর বলে?
বাণিজ্যিক উদ্দেশ্যে মুরগি পালনের ক্ষেত্রে মুরগির ঘরের চালা কী দ্বারা তৈরি করা উচিত?
ব্রয়লার মুরগির ক্ষেত্রে ঘরের দেয়ালের উচ্চতা কত ফুট?
হাঁস-মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে?
০–১ মাস বয়সী হাঁস-মুরগির জন্য লিটার পদ্ধতিতে কত বর্গ মিটার জায়গার প্রয়োজন হয়?
বয়স্ক পাখির জন্য মাচা পদ্ধতিতে কত বর্গমিটার জায়গার প্রয়োজন?
খাঁচা পদ্ধতিতে মুরগি পালনের জন্য ৩-৪ মাস বয়সের মুরগির প্রতিটির জন্য কত বর্গমিটার জায়গার প্রয়োজন?
১০০টি বয়স্ক মুরগি পালনের জন্য লিটার পদ্ধতিতে কী পরিমাণ জায়গার দরকার?
হাঁস-মুরগির বাসস্থান তৈরি করতে হয়—
i. উঁচু ও বন্যামুক্ত এলাকায়
ii. মহাসড়ক ও বসতি থেকে দূরে
iii. পানি নিষ্কাশন ব্যবস্থার সুবিধাসম্পন্ন স্থানে
হাঁস-মুরগির ঘর হবে—
i. পূর্ব-পশ্চিমে লম্বালম্বি
ii. দক্ষিণমুখী
iii. প্রস্থে ৪.৫-৯.০ মিটার
হাসেম আলাদাভাবে তৈরি করা ঘরটিতে কত সপ্তাহ হাঁস-মুরগি পালন করবে?
হাসেমের তৈরিকৃত ঘরটি হবে—
i. দক্ষিণমুখী
ii. উত্তরমুখী
iii. পূর্ব-পশ্চিমমুখী
পোল্ট্রি খামারে খাদ্য ক্রয় বাবদ খরচ শতকরা কত ভাগ?
কত সপ্তাহ বয়স পর্যন্ত ব্রয়লার মুরগিকে স্টার্টার রেশন দেওয়া হয়?
বাড়ন্ত মুরগির রেশনের মেয়াদ কত সপ্তাহ?