রাফেজের প্রধান উৎস হচ্ছে—
i. শাকসবজি
ii. আলু
iii. ডাল
নিচের কোনটি সঠিক?
রাফেজ জাতীয় খাবার খেলে-
i. ক্ষুধা বাড়ে
ii. হৃদরোগের ঝুঁকি কমে
iii. শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়
রাফেজ এর কাজ হলো—
i. পরিপাকে সহায়তা করা
ii. মলের পরিমাণ বৃদ্ধি করা
iii. অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করা
সুষম খাদ্য হলো-
i. দুধ
ii. ডিম
iii. কলা
জাংক ফুড হচ্ছে-
i. মুখরোচক স্বাদের
ii. প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে
iii. স্বাস্থ্যকর
বার্গার একটি ক্ষতিকর খাবার, কারণ এতে—
i. বেশি পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে
ii. এতে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে
iii. অধিক হারে চর্বি থাকলেও চিনির পরিমাণ কম থাকে
ব্রাইন হলো-
i. চিনির দ্রবণ
ii. লবণের দ্রবণ
iii. মেরিন ওয়াটার
আম যাতে দ্রুত না পাকে সে জন্য-
i. Ripen
ii. Culter
iii. Ethylene
ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
i. সালফার ডাইঅক্সাইড
ii. কার্বন মনোঅক্সাইড
iii. নাইট্রাস অক্সাইড
রোমানের প্রথম খাবারে কোন উপাদান বিদ্যমান?
দ্বিতীয় খাবারটি পছন্দের কারণ, এটি-
i. কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে
ii. জিরা, ধনে ও মটরশুঁটিতে পাওয়া যায়
iii. খাদ্যনালীর গায়ে পিত্ত তৈরি করে
শফিকের কেনা খাবারগুলো কোন জাতীয়?
শফিকের ক্রয়কৃত খাবারগুলি—
i. কোষের গঠন নিয়ন্ত্রণ করে
ii. দেহের কার্যাবলি নিয়ন্ত্রণ করে
iii. দেহের অস্থি, পেশী ও নখ গঠনে অংশ নেয়
মি. X এর-
i. সামুদ্রিক মাছের তেল খেতে হবে
ii. উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিন মিশ্রিত খাবার খেতে হবে
iii. খাবার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে
মি. Y এ রক্তে কোনটির পরিমাণ স্বাভাবিক থাকবে?
রাকিবের খাবারগুলোতে কোন প্রকার খাদ্য উপাদান বেশি পাওয়া যায়?
রাকিবের খাদ্যে যে খাদ্য উপাদান পাওয়া যায় তা—
i. সরিষা ও সয়াবিনেও পাওয়া যায়
ii. তিল ও তিসিতেও পাওয়া যায়
iii. সূর্যমুখী ও ধানেও পাওয়া যায়
রোগটি প্রতিরোধে ডাক্তার জসিমকে খেতে উপদেশ দিলেন-
i. মাখন, চীনাবাদাম
ii. ডিমের কুসুম, ঘি
iii. গাজর, কলমি শাক
জসিমের দেহে যে খাদ্য উপাদানের অভাব হয়েছে তার ক্ষেত্রে কোনটি সঠিক?
প্রিমার বাগানের সবজিতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়?
প্রিমার বাগানের সবজিগুলোতে প্রাপ্ত ভিটামিনের কাজ হলো—
i. দাঁতের মাড়ি সুস্থ রাখে
ii. কোষ গঠনে সহায়তা করে
iii. দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে
জলিল মিয়ার ক্ষেতের সবজিতে কোন ধরনের ভিটামিন বেশি পাওয়া যায়?
সবজিগুলোতে প্রাপ্ত ভিটামিনের কাজ হলো-
i. শরীর গঠন করে
ii. দাঁত ও মাড়ি শক্ত রাখে
iii. দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে
উপরের ভোজ্য তেলগুলোতে কোন ধরনের ভিটামিন বেশি পাওয়া যায়?
উক্ত ভিটামিনের কাজ হলো—
i. ধমনীতে চর্বি জমা রোধ করে
ii. মানুষ ও অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে
iii. ধমনীতে ক্যালসিয়াম জমতে সাহায্য করে
সুমনের দেহে রক্তের পরিমাণ স্বাভাবিকভাবে কত লিটার থাকা উচিত?
সুমনের কোন খাদ্যগুলো বেশি খাওয়া প্রয়োজন?
মাহিন এর জন্য প্রয়োজনীয় খাদ্যোপাদানটি হলো-
i. গাজর, কাঁঠাল
ii. আম, পাকা পেঁপে
iii. লেটুস পাতা, ডাল
কোন ভিটামিনের অভাবে মাহিন এ রোগে আক্রান্ত হয়?
রহিমের ভরসূচি কত?
রহিমের রোগের প্রতিকারের উপায়-
i. পুঁইশাক, লাউশাক খেতে হবে
ii. ঢেঁকিছাঁটা চাল খেতে হবে।
iii. দুধ, ডিম, অংকুরিত বীজ খেতে হবে
আতিকের বিএমআই কত?
আতিকের পছন্দের খাবার-
i. দেহে প্রচুর তাপ ও শক্তি উৎপন্ন করে
ii. ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডারের কাজ করে
iii. চর্মরোগ প্রতিরোধ করে
তিন্নির BMI কত হবে?
তিন্নির দেহের BMI কত হওয়া বাঞ্ছনীয় ?
নোভা কোন জাতীয় খাবার খায়?
উক্ত খাবারগুলোর কারণে নোভার—
i. কোয়াশিয়রকর রোগ হতে পারে
ii. দাঁত ও ত্বক নষ্ট হয়ে যেতে পারে
iii. দেহ স্থূলকায় হয়ে যেতে পারে
উক্ত সমস্যাটির জন্য দায়ী কোনটি?
উক্ত সমস্যাটির সাথে যুক্ত-
i. পরিবেশের আর্দ্রতা বৃদ্ধি
ii. পানি ও উষ্ণতা বৃদ্ধি
iii. টক্সিন নামক বিষাক্ত উপাদান
জীবের জীবনীশক্তি যোগানদানকারী জৈব ও অজৈব উপাদানকে কী বলে?
শক্তি উৎপাদক খাদ্য কোনটি?
খাদ্যের চর্বি ও শর্করাকে কী বলা হয়?
কোনটি দেহ গঠনমূলক খাদ্যের অন্তর্ভূক্ত?
দেহের রোগ প্রতিরোধ সহায়ককারী খাদ্য কোনটি?
আমাদের দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে নিচের কোনটি?
পেঁপেতে নিচের কোনটি বিদ্যমান?
শর্করা থেকে প্রধানত কোনটি সংশ্লেষিত হয়?
কোনটি দেহের কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে?
কোন উপাদানের সমন্বয়ে শর্করা গঠিত?
রাঙা আলু কোন ধরনের খাদ্যের উপাদান?