৬৫ কেজি দেড় মিটার উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির BMI নিচের কোনটি?
করিমের ওজন ৭২ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার, করিমের BMI কত?
প্রভার উচ্চতা ১.৭ মিটার এবং ওজন ৭০ কেজি। তার বি. এম. আই (BMI) কত?
তুবার ওজন ৫০ কেজি এবং উচ্চতা ১.১ মিটার। তুবার বি এম আই কত?
রহিমের ওজন ৭২ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার, রহিমের BMI কত?
মিলনের ওজন ৭০ কেজি, উচ্চতা ১.৫ মিটার হলে তার বি. এম. আই কত?
একজন লোকের দেহের ওজন ৭৫ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার ৷ এর বিএমআই কত?
নিচের কোন BMI দ্বারা পুরুষের বেশি ওজনকে নির্দেশ করা হয়েছে?
খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক কী?
সুষম খাদ্য পিরামিডে সর্বনিম্ন স্তরে রয়েছে কোনটি?
কোনটি খাদ্য পিরামিডের সর্বনিম্নে অবস্থিত?
সুষম খাদ্যের পিরামিডে শর্করার স্থান কোনটি?
সুষম খাদ্যের পিরামিডে সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে?
কোনটি জাঙ্কফুড?
ফাস্টফুডে কোনটি অধিক পরিমাণে থাকে?
কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে?
মাখনে বিশেষ সুগন্ধ ও স্বাদ সৃষ্টি করতে কী ব্যবহার করা হয়?
‘কালটার' কি জাতীয় পদার্থ?
নিচের' কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে এসিটিলিন গ্যাস উৎপন্ন করে?
অ্যাসিটিক এসিড কী কাজে ব্যবহার হয়?
এসিটিক এসিড কী কাজে ব্যবহার করা হয়?
কোন রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করলে ফল বিলম্বে পাকে?
কোন রাসায়নিক পদার্থ দই, মিষ্টি ও বেকারী সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়?
গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে—
নিচের কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ নয়?
কত সালে সর্বপ্রথম AIDS চিহ্নিত হয়?
HIV নিচের কোনটি আক্রমণ করে?
Acquired অর্থ কী?
HIV এর পূর্ণরূপ কি?
খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে-
i. প্রোটিন
ii. খনিজ লবণ
iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
সুক্রোজ এর উৎস-
i. চিনি
ii. গুড়
iii. মিছরি
সেলুলোজ—
i. অপাচ্য প্রকৃতির শর্করা
ii. আঁশযুক্ত খাদ্য
iii. কোষ্ঠকাঠিন্য রোধ করে
স্নেহ পদার্থের অভাবে-
i. চর্মরোগ ও একজিমা দেখা দেয়
ii. ত্বক শুষ্ক ও খসখসে হয়
iii. দেহের ওজন হ্রাস পায়
লিপিডের অভাবে কী ঘটে?
i. চর্ম রোগ
ii. একজিমা
iii. স্কার্ভি
তৈল হচ্ছে—
i. সম্পৃক্ত ফ্যাটি এসিড
ii. অসম্পৃক্ত ফ্যাটি এসিড
iii. গ্লিসারিন
ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে-
i. জেরপথ্যালমিয়া রোগ হয়
ii. দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়
iii. লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়
স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো—
i. A, D
ii. B, C
iii. E, K
জেরপথ্যালমিয়া রোগ-
i. ভিটামিন A এর অভাবে হয়
ii. ভিটামিন C এর অভাবে হয়
iii. চোখের কর্ণিয়াতে আলসার হয়
অধিক পরিমাণে ভিটামিন D গ্রহণে রক্তে বৃদ্ধি পায়—
i. লৌহ
ii. ক্যালসিয়াম
iii. ফসফরাস
পেয়ারাতে উপস্থিত খাদ্য উপাদান-
i. ক্ষত সারাতে সহায়ক
ii. রোগ প্রতিরোধ করে
iii. স্কার্ভি রোগ ভালো করে
চোখ ভালো রাখার জন্য প্রয়োজন-
i. ভিটামিন-এ সমৃদ্ধ খাবার
ii. ভিটামিন-সি সমৃদ্ধ খাবার
iii. জিঙ্ক সমৃদ্ধ খাবার
ভিটামিন C এর অভাবে-
i. স্কার্ভি রোগ হয়
ii. ত্বকে ঘা হয়
iii. ক্ষত শুকাতে দেরি হয়
ভিটামিন 'সি'-
i. অস্থির গঠন শক্ত ও মজবুত করে
ii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
iii. ত্বকে ঘা সৃষ্টি করে, ক্ষত শুকাতে দেরি হয়
রাহাতের দাঁতের মাড়ি ফুলে গিয়ে রক্ত পড়ে। এমতাবস্থায় তাকে খেতে হবে-
i. আমলকী
ii. পেয়ারা
iii. করলা
ভিটামিন E এর মূল উৎস হলো—
i. পামতেল, লেটুসপাতা
ii. ডিমের কুসুম, বাঁধাকপি
iii. বাদাম, যকৃৎ
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হলো—
i. গাজর, পালংশাক
ii. কলমিশাক, বাঁধাকপি
iii. ডাল, সয়াবিন
হিমোগ্লোবিন এর পরিমাণ কমে গেলে কী লক্ষণ প্রকাশ পায়?
i. চোখ ফ্যাকাশে, হাত পা ফোলা
ii. দুর্বলতা, মাথা ঘোরা
iii. অস্থিক্ষয়, দন্তক্ষয়
পানির কাজ হলো—
i. দেহের কোষ গঠনে সাহায্য করা
ii. দেহে দ্রাবক হিসেবে কাজ করা
iii. দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা