'ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়' এই বাক্যে 'ভেড়া দিয়ে' কোন কারক?
'জমি থেকে ফসল পাই' বাক্যটিতে 'জমি থেকে' কোন কারক?
কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়?
'গাছের ফল পেকেছে' এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
বাচ্য বলতে বোঝায়-
বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়?
বাচ্য কত প্রকার?
কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়?
'আমাদের কঠোর পরিশ্রম করতে হয়' কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্যে কী হবে?
প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের বদল হয়?
প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়?
অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না -
পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
যতিচিহ্নের অপর নাম কী?
বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় -
দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
প্রশ্ন বোঝাতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?
শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?
বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?
শব্দ
অর্থ
প্রয়োগ
বর্গ
বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
নিচের কোনটি 'অন্ধের যষ্টি' অর্থ প্রকাশ করছে?
'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
নীচের কোন অর্থটি 'কৈ মাছের প্রাণ' বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?
'পটল তোলা'-এর সমার্থক বাগধারা কোনটি?
প্রতিশব্দ কী?
'আইন' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
একটি শব্দের অনুরূপ, অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশকে কী বলে?
নিচের কোনটি 'গৃহ' শব্দের প্রতিশব্দ নয়?
'পৃথিবী' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
আদিত্য, সবিতা, রবি, দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?
সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়?
বিপরীত শব্দ একে অন্যের কী?
'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
'অতিবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
'ভাটা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
'চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?
দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?
শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?
'অনু' এবং 'অণু' - এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
'নিবৃত' ও 'নিভৃত' শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
'গৌড়ীয় ব্যাকরণ'-এর রচয়িতা কে?
বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে?