Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)

All

প্রত্যয়
অনুসর্গ
বিভক্তি
উপসর্গ
পুরুষ ভেদে
কাল ভেদে
বচন ভেদে
ক ও খ উভয়ই
সে গান করে আনন্দ পায়
রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
ভালো করে পড়াশোনা করবে
পড়াশোনা করলে ভালো ফল হবে
শর্ত
ভূত
ভাবী
সবগুলোই
সে বই পড়ছে
তিনি আমাকে বই দিলেন
লতা ঘুমায়
সে গল্প লিখছে
সরল ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
নাম ক্রিয়া
যৌগিক ক্রিয়া
সংযোগ ক্রিয়া
নাম ক্রিয়া
সরল ক্রিয়া
যৌগিক ক্রিয়া
এগিয়ে চলা
উদয় হওয়া
ডিগবাজি খাওয়া
বৃদ্ধি পাওয়া
চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে।
পাখিটা ছটফটাচ্ছে।
ঘণ্টা বেজে উঠল।
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
ক্রিয়া-বিশেষ্য
ক্রিয়াবিশেষণ
গুণ-বিশেষ্য
অনুসর্গ
তিনি 'এখানে' এসেছিলেন।
ছেলেটি 'দ্রুত' দৌড়ায়।
'গতকাল' তিনি ঘুরে গিয়েছেন।
একটু ঘুরে আসুন 'না'!
ধরনবাচক
কালবাচক
স্থানবাচক
পদাণু
পদাণু
কালবাচক
স্থানবাচক
ধরনবাচক
জোরে
ভয়ে ভয়ে
মরতে মরতে
যায় যায়
দুই
তিন
চার
পাঁচ
মাথার 'উপরে' নীল আকাশ।
ভালো 'করে' খেয়ে নাও।
মন 'দিয়ে' লেখাপড়া করো।
বহুদিন 'ধরে' অপেক্ষা করে আছি।
এমন কাজ তোমার 'দ্বারা' হবে না।
কার 'কাছে' গেলে জানা যাবে?
সবার 'সামনে' থাকবে।
তুমি আসবে 'বলে' দাঁড়িয়ে আছি।
আপন, তুমি
বলে, কয়ে
অভিমুখে, কাছে
জোরে, আন্তে
ক্রিয়াজাত অনুসর্গ
ক্রিয়ামুখী অনুসর্গ
ক্রিয়াধর্মী অনুসর্গ
ক্রিয়ালগ্ন অনুসর্গ
Created: 4 months ago | Updated: 10 hours ago
পদ
বর্গ
বাক্য
সবগুলো
সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে।
লোকটি শিক্ষিত, তবে সৎ নন।
যখন বৃষ্টি থাকল, তখন সবাই রওনা হলাম।
দুবার বলেছি, ফলে তৃতীয় বার বলার প্রয়োজন বোধ করিনি।
সাধারণ যোজক
বিকল্প যোজক
কারণ যোজক
বিরোধ যোজক
কারণ যোজক
বিকল্প যোজক
সাপেক্ষ যোজক
সাধারণ যোজক
বিকল্প যোজক
বিরোধ যোজক
সাপেক্ষ যোজক
স্বাধীনভাবে
অনুমোদিতভাবে
নিয়ন্ত্রিতভাবে
শর্তসাপেক্ষে
সিদ্ধান্ত আবেগ
অলঙ্কার আবেগ
বিস্ময় আবেগ
সম্বোধন আবেগ
Created: 4 months ago | Updated: 9 hours ago
হ্যাঁ- সিদ্ধান্ত আবেগ
শাবাশ - আতঙ্ক আবেগ
আরে করুণা আবেগ
আহা বিস্ময় আবেগ
ওহে, কী বলেছি, শুনেছ?
নাহ্, ওকে নিয়ে আর পারি না।
আরে! তুমি আবার কখন এলে?
দুর! ওসব কথা আমি বলিনি।
হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
আহা! বেচারার এত কষ্ট!
উহ্! কী বিপদে পড়া গেল।
দূর পাগল! এ কথা কি বলতে আছে?
Created: 4 months ago | Updated: 10 hours ago
-টা
-তম
-খানা
-জন
-টো
-টুকু
-তা
-তে
-টুক
-টি
-খানা
-খানি
জন
টুকু
খানা
খানি
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
সবগুলোই
বচন
যোজক
আবেগ
পদাণু
Created: 4 months ago | Updated: 9 hours ago
আমি
বইগুলি
মাঝিরা
কলমগুলো
বৃন্দ
মালা
সব
রাজি
মৌমাছি মৌচাক বানায়।
ছাত্ররা এসে জড়ো হয়েছে।
এ নিয়ে আমাদের বলার কিছু নেই।
হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন।
কুল
সব
সমূহ
মালা
-কে, -রে
-র, -এর
-এ, -তে
-এ, -য়ের
-যে
-এ
-কে
-তে
-ই
-রে
-র
-য়
-এ
-তে
-যে
-রে
-র
-এ
-কে
-তে
শব্দ
শব্দমূল
ধাতু
ক্রিয়াবিভক্তি
ধ্বনি
বর্ণ
ধাতু
ক্রিয়াবিভক্তি
-ই (করি)
- আই (করাই)
- লে (করলে)
-এন (করেন)
-তি (করাতি)
-আলাম (করালাম)
-ইয়েছি (করিয়েছি)
-আলেন (করালেন)