রেকটিফায়ার কী কাজ করে?
চাপ একটি-
i. লব্ধ রাশি
ii. ভেক্টর রাশি
iii. স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?
বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত?
তারের ব্যাস মাপার জন্য—
i. বৃত্তাকার স্কেলকে 7 বার ঘুরাতে হবে
ii. বৃত্তাকার স্কেলকে 14 বার ঘুরাতে হবে
iii. বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728
কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়?
তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে?
সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ধর্ষণ?
পর্যায়বৃত্ত গতি হচ্ছে-
i. সরল দোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. কম্পমান সুর শলাকার গতি
উদ্দীপকের বিশ্বের উচ্চতা কত হবে?
উৎপন্ন বিম্বের প্রকৃতি হচ্ছে-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও উল্টো
iii. বাস্তব ও সমান
তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের কী ঘটবে?
40° সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান?
টেলিফোনে কথা শোনার সময় শক্তি রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভবশক্তি কিরূপ?
কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কিরূপ হবে?
কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, মৌলটির 18 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে?
যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত?
সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়?
শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত?
কম্পাঙ্কের মাত্রা কোনটি?
কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা ছোট হলে দর্পণটি—
i. সমতল
ii. উত্তল
iii. অবতল
বর্তনীর তুল্যরোধ কত?
বর্তনীটি দৈনিক 12 ঘণ্টা করে চলতে থাকলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে?
কোনটি স্কেলার রাশি?
নিচের কোনটির পরিবাহকত্ব বেশি?
কত বর্গ কি.মি. এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় 5000 MW শক্তি পাওয়া যাবে?
নিচের কোনটি শক্তির একক?
থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায়?
সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান-বাম অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে?
কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি?
ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমপাতন কত হবে?
চিহ্নটি নিচের কোনটি নির্দেশ করে?
কোনো গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধন 0.5 এবং বস্তুর দৈর্ঘ্য 2 m হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
1 kW মোটর ব্যবহার করে 15 s এ 100 kg ভরের বস্তুকে 10m উপরে তোলা হলে শক্তির অপচয় কত?
12mv2 কে নিচের কোন রূপে লেখা যায়
প্রধান স্কেলের পাঠ 12 mm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.10 mm হলে পাঠ কত?
একটি স্কুগজের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা a, ন্যূনাঙ্ক b এবং স্ক্রুর পিচ c হলে নিচের কোনটি সঠিক?
প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত?
চিত্রে-
i. A এবং C তে ত্বরণের মান অসমান
ii. প্রথম 15 সে. এ অতিক্রান্ত দূরত্ব 125 m
iii. বস্তুটির শেষ বেগ 10 m/s
একটি বস্তু সরল পথে 10m অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4m ফিরে এলো। দূরত্ব ও সরণের পার্থক্য কত?
সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 s এ 4 ms-1 হতে বৃদ্ধি পেয়ে 8 ms-1 হলে 4 s পর বস্তুটির বেগ কত হবে?
যদি বেগের পরিবর্তন না হয় (u = v) তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ-
i. S=ut+12at2
ii. S=u+v2t
iii. S=vt
এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কী বলে?
5 সেকেন্ড সময়ে 10 C চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত?
প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুই ধাপে কত কর্মদক্ষতা?
শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ কত?
গোলীয় আয়নার ফোকাস দূরত্ব কত?
আয়নায় গঠিত প্রতিবিম্বটি হবে -
i. বাস্তব
ii. উল্টো
iii. 30 সে.মি. দূরে