এক পিকোফ্যারাড সমান কত ফ্যারাড?
দর্পণটির ফোকাস দূরত্ব কত?
বস্তুটি দর্পণ হতে আরও 10 cm3 দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে—
i. বিবর্ধন <1 এবং ঋণাত্মক
ii. অবস্থান C ও F এর মাঝে
iii. প্রকৃতি বাস্তব ও উল্টো
নিচের কোনটি সঠিক?
রঙিন টেলিভিশনে কি কি বর্ণের ইলেকট্রন গান থাকে?
কোন যন্ত্র দ্বারা 5 kg ভরের একটি বস্তুকে 2 মিনিটে 15 m উচ্চতায় উঠানো হলো—
i. অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. বস্তুর বিভর শক্তির পরিবর্তন 75 J
iii. যন্ত্রের কার্যকর ক্ষমতা 6.125 W
নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায় কিভাবে?
রিওস্টেট কী?
রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
একটি ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক-সংখ্যা যথাক্রমে 30 এবং 150 গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2A হলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত?
আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল?
নিচের কোনটি পদার্থের তাপমাত্রিক ধর্ম?
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 7.7 cm এর ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 cm বস্তুটির দৈর্ঘ্য কত?
ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে নীচের কোনটি ঘটবে?
আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত?
আধানদ্বয়ের মধ্যবর্তী বল আটগুণ হবে, যদি —
i. এদের মধ্যবর্তী দূরত্ব আটগুণ হয়
ii. একটি আধান দ্বিগুণ ও অপরটি চারগুণ হয়
iii. আধানদ্বয়ের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়
সমআয়তনের নিচের কোনটির জড়তা বেশি?
সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
প্রযুক্ত বল কত?
নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে?
1 পেটামিটার কত মিটারের সমান?
কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
অপটিক্যাল ফাইবার পদার্থের প্রতিসরণাঙ্ক কত?
নিচের কোন আইসোটোপটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক্রান্তি কোণের মান কত?
F এর মান কত?
উদ্দীপকের—
i. A ও B বস্তুদ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বস্থানে ফিরিয়ে আনলে F বৃদ্ধি পাবে
ii. স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে F বৃদ্ধি পাবে
iii. বস্তুদ্বয়ের আধানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে F অপরিবর্তিত থাকে
প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার?
গাড়িটির-
i. সমবেগে অতিক্রান্ত দূরত্ব 12 m
ii. শেষ 10 সেকেন্ডে মন্দন 2m s-2
iii. আদি ভরবেগ শূন্য
ভোল্টমিটারের সাহায্যে একটি ড্রাইসেলের দুইপ্রান্তের বিভব পার্থক্য পাওয়া গেল 12 V, কোষটি দিয়ে বালব জ্বালানো হলে 10 C আধান প্রবাহিত হলো। কৃতকাজের পরিমাণ কত?
সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 2 m হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত?
আপেক্ষিক রোধের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
1kWh = কত জুল?
পর পর দুইটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 cm একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সে.মি.?
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সে.মি. দর্পণটির বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে?
থোরিয়ামের সাথে নিচের কোনটি মিশালে ঘড়ির কাঁটা অন্ধকারে জ্বল জ্বল করে?
ট্রান্সফরমারটির-
i. Eg > Ep
ii. ব্যবহার দেখা যায় শিল্প কারখানায়
iii. EpEs>IpIs
ওজনের মাত্রা কোনটি?
পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুর চাপ কত?
নিচের কোনটির কারণে চোখের মধ্যে আলোর প্রতিফলন ঘটে না?
যদি aμb = 1.52 এবং ∠i = 60° হলে ∠r =?
একটি দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা এক অপেক্ষা ছোট । উক্ত দর্পণে বিম্ব হয়—
কিডনির ধমনীর অবস্থা বুঝার জন্য ডাক্তার নিচের কোন পরীক্ষা করার জন্য পরামর্শ দেন?
শব্দের তীব্রতা I এবং তরঙ্গের বিস্তার A হলে নিচের কোনটি সঠিক?
বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
কয়লা চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কোন ধরনের ধোঁয়া নির্গত হয়?
ভরবেগের মাত্রা কোনটি?
এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান। বিশ্বের রৈখিক বিবর্ধনের মান কত?
ভূমি থেকে 20 cm উচ্চতায় প্রথম বস্তুটির বিভব শক্তি কত ?
15 m দীর্ঘ এবং 2.07 x 10-7 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি তারের রোধ 75Ω হলে তারাটির-
i. উপাদানের আপেক্ষিক রোধ 1.035 x 106 Ω-m
ii. উপাদানের পরিবাহকত্ব 9.66 × 105( Ω-m )-1
iii. রোধ দ্বিগুণ হবে যদি এটি টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়
একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে 'না'-